Akshay Kumar-Tiger Shroff: জুতো ছুড়ে মারা হল অক্ষয়-টাইগারকে! উদগ্রীব জনতাকে থামাতে পুলিশের লাঠিচার্জ
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Akshay Kumar-Tiger Shroff: অক্ষয়-টাইগারকে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন সকলে। সেখানেই ধাক্কাধাক্কি লেগে যায়। পদপিষ্ট হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়।
বড়ে মিঞা ছোটে মিঞা ছবির প্রচারে লখনউ গিয়েছিলেন অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ। দুই তারকাকে সামনে থেকে চাক্ষুষ করার জন্য উন্মাদনা ছিল তুঙ্গে। কিন্তু তার মাঝেই যেন তাল কাটাল। প্রচারের মাঝেই বাধ সাধতে হল পুলিশকে। করতে হল লাঠিচার্জ। ঠিক কী ঘটেছিল?
অক্ষয়-টাইগারকে দেখতে কাতারে কাতারে মানুষ ভিড় জমিয়েছিলেন। বলিউডের দুই তারকার জন্য তৈরি করা হয় বিশেষ মঞ্চ। সেখানে উঠে তাঁরা সকলের সঙ্গে কথা বলেন, নিজের ছবি সম্পর্কে অনুরাগীদের জানান। তাঁদের দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন সকলে। সেখানেই ধাক্কাধাক্কি লেগে যায়। পদপিষ্ট হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। সেই ঘটনার একাধিক ভিডিও ঘুরে বেড়াচ্ছে নেটমাধ্যমে। দেখা গিয়েছে, উত্তেজনা সামলাতে না পেরে অক্ষয় এবং টাইগারকে চপ্পলও ছুড়ে মারা হয়। সেখানে উপস্থিত এক জনসংযোগ আধিকারিক সংবাদমাধ্যমকে জানান, দুই অভিনেতাকে উদ্দেশ্য করে নানা জিনিস ছুড়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে।
advertisement
लखनऊ में अक्षय कुमार के शो में चप्पलों की बरसात। https://t.co/pxKjJq1uVw
— Mohammed Zubair (@zoo_bear) February 26, 2024
advertisement
advertisement
প্রচারে এ হেন পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ের আগেই চলে যেতে হয় অক্ষয় এবং টাইগারকে। নিরাপত্তার কারণে মঞ্চ থেকে নেমে যেতে হয় দুই অভিনেতাকে। এক পুলিশ আধিকারিক জানান, অনুরাগীদের দিকে নানা ধরনের জিনিস ছুড়ে দেওয়া হচ্ছিল। সেগুলিকে ধরার জন্য তাড়াহুড়ো করতে গিয়েই ব্যারিকেড ভেঙে ফেলেন তাঁরা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 27, 2024 7:11 PM IST

