Bollywood Actors: ১২ সুুপারহিট ছবি! তবু খেলা ঘোরালো OTT, এখন কোটি কোটির মালিক, বলুন তো ছবির ছেলেটি কে
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Bollywood Actors: জয়দীপ আহলাওয়াত। বলিউডের এই অভিনেতাকে চেনেন না, এমন দর্শক খুঁজলেও পাওয়া যাবে না। বড় পর্দা তো বটেই, ওটিটিতেও দাপিয়ে কাজ করছেন অভিনেতা।
advertisement
'পাতাল লোক' তাঁর জীবনের অভিমুখ ঘুরিয়ে দেয়। দর্শকদের মধ্যে তিনি দিল্লি পুলিশ অফিসার 'হাতিরাম চৌধুরী' নামে বিখ্যাত। জয়দীপ বলিউডের অনেক ছবিতে কাজ করেছেন তবে সেই ওয়েব সিরিজটি তাঁর কেরিয়ার ঘুরিয়ে দেয়। 'পাতাল লোক'-এ হাতিরাম চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন জয়দীপ। তার পরেই তাঁর ভাগ্যের দরজা খোলে।
advertisement
advertisement
advertisement
'রইস', 'রাজি', 'অ্যান অ্যাকশন হিরো', 'বাঘি ৩' ছবিতে কাজ করেন জয়দীপ। সব ছবিই বক্স অফিসে ভাল আয় করেছে। এছাড়াও 'বিশ্বরূপম', 'কমান্ডো- এ ওয়ান ম্যান আর্মি', 'আতমা', 'গব্বার ইজ ব্যাক'-এর মতো অনেক ছবিতে কাজ করেন তিনি। বছরের পর বছর ধরে সংগ্রাম করার পর জয়দীপ যে সাফল্যের জন্য অপেক্ষা করছিলেন, তা কেবল ছবি থেকে নয় ২০২০ সালে 'পাতাল লোক' থেকে পেয়েছিলেন।
advertisement
