#কলকাতা: জনপ্রিয় অভিনেত্রী পল্লবী দে-এর মৃত্যু নিয়ে রহস্য আরও ঘনীভূত হচ্ছে। এ বার পল্লবীর সঙ্গী সাগ্নিক চক্রবর্তীর বিরুদ্ধে এ বার মারাত্মক অভিযোগ করল পল্লবীর পরিবার। পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে, পল্লবীর টাকা পয়সা হাতানোরও ছক থাকতে পারে সাগ্নিক চক্রবর্তীর। পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে, পল্লবীর ফিক্সড ডিপোজিটের নমিনি ছিলেন সাগ্নিক। সেখান থেকেই টাকা হাতানোর পরিকল্পনা করে থাকতে পারে সাগ্নিক।
আরও পড়ুন: বিকেল-সন্ধ্যায় দুম করে ভোলবদল হবে আবহাওয়া, হু হু করে হাওয়া বইবে, সঙ্গী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি
এ ছাড়াও পল্লবীর পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে, নিউ টাউনে মোট ৮০ লক্ষ টাকার ফ্ল্যাট বুকিং করেছিলেন সাগ্নিক। সেই ফ্ল্যাট ছিল সাগ্নিক ও তাঁর বাবার নামে। অভিযোগ, সেই ফ্ল্যাট কেনার জন্যও টাকা দিয়েছিলেন পল্লবী। লক্ষ লক্ষ টাকা, মোট অঙ্কের বেশিরভাগটাই নাকি পল্লবীর কাছ থেকে নিয়েছিলেন সাগ্নিক। এ ছাড়া পল্লবীর ব্যাঙ্ক অ্যাকাউন্টেরও নমিনি ছিল সাগ্নিক। সেখান থেকেও টাকা হাতানোর চেষ্টা করা হতে পারে বলে অভিযোগ করা হচ্ছে। স্বাভাবিক কারণে পুলিশ এই দিকগুলিও খতিয়ে দেখছে।
আরও পড়ুন - অভিশপ্ত এলাকা! কলকাতার এই রাস্তায় পথচারীদেরও হেলমেট পরার নির্দেশArpita Hazra
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Pallavi dey