Paayel Sarkar in Kulpi: পায়েল সরকারের নতুন প্রেম! প্রেমিক 'বামন', সমাজের এক অজানা গল্প নিয়ে এল 'কুলপি'

Last Updated:

Paayel Sarkar in Kulpi: আমরা "বামন" শব্দটি শুনি আমরা একটি রঙিন ক্ষুদ্র ব্যক্তির একটি ছবি কল্পনা করি, যিনি সার্কাসে দর্শকদের মধ্যে হাসি দিতে পারেন

পায়েল সরকার হলেন ‘কুলপি’। তিনি প্রেমে পড়েন “বামন” পঁচিশ বছরের কুলদীপ রায়চৌধুরী (প্রত্যয় ঘোষ)-এর সঙ্গে। কোনো এক সমাবেশে দেখা। দুর্ভাগ্যবশত, তিনি বামন হওয়ার কারণে তার তীব্র আবেগ থাকা সত্ত্বেও তিনি তার অনুভূতি প্রকাশ করতে ব্যর্থ হন। একটি ডায়েরিতে তাঁর আবেগগুলি লিখে রাখে। এদিকে, তাঁর সৎ মা মনোবী (চুমকি চৌধুরী) নির্যাতিন করে চলেন সবসময় এবং বাবা কালিপদ (রাজতাভ দত্ত) তাকে সমস্ত প্রতিকূলতা থেকে রক্ষা করেন। তার বাবাকে সবসময় শুনতে হয় – “বামনের বাপ”। এরপরে একাধিক বাঁধা পেরিয়ে জয় হয় প্রেমের।
বিডি প্রোডাকশন তাঁদের প্রথম উদ্যোগ ‘কুলপি’ উপস্থাপন করেছে, যেটি ২০২২-এ মুক্তি পেল। বিদ্যুৎ দাস প্রযোজিত এবং বর্ষালি চ্যাটার্জি পরিচালিত ‘কুলপি’-তে অভিনয় করেছেন পায়েল সরকার, রজতাভ দত্ত, চুমকি চৌধুরী, সাবিত্রী চ্যাটার্জি, বাসু ও বিসিএস। নাম ভূমিকায় নবাগত প্রত্যয় ঘোষ। সঙ্গীত পরিচালনা করেছেন শ্রী প্রীতম, শোভন গাঙ্গুলি এবং সুপ্রতিপ ভট্টাচার্য।
advertisement
advertisement
আমরা “বামন” শব্দটি শুনি আমরা একটি রঙিন ক্ষুদ্র ব্যক্তির একটি ছবি কল্পনা করি, যিনি সার্কাসে দর্শকদের মধ্যে হাসি দিতে পারেন। আমরা প্রায়শই ভুলে যাই যে এঁনারাও সমাজের অন্যান্য সাধারণ মানুষের মতো তাদের ন্যায্য পরিমাণে সুখ, হাসি এবং প্রেমে পড়ার অধিকারী।
advertisement
প্রেম কোন বয়স, জাতি বা বর্ণ বাধা জানে না। ভালোবাসা দিয়ে রক্ষা করা কুলপির গল্প। এমন অনেক কুলপির হাত ধরে সমাজে সবার ভালো হোক।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Paayel Sarkar in Kulpi: পায়েল সরকারের নতুন প্রেম! প্রেমিক 'বামন', সমাজের এক অজানা গল্প নিয়ে এল 'কুলপি'
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement