Nirmala Mishra Died: অনেক স্মৃতি রয়েছে, চাইলে একটা বই লেখা হয়ে যাবে: পূর্ণদাস বাউল
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
Nirmala Mishra Died: এইরকম মানুষ, হাসিখুশি ব্যবহার আর পাইনি। ওঁর সঙ্গে আমার অনেক স্মৃতি রয়েছে, চাইলে একটা বই লেখা হয়ে যাবে
#কলকাতা: প্রয়াত বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র। শনিবার রাতে দক্ষিণ কলকাতার চেতলার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ এই শিল্পী৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪৷ জীবনাবসান হল 'এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না'-এ মতো জনপ্রিয় গানের শিল্পীর। গায়িকা গানের জন্য যত বেশি পরিচিত ছিলেন, তারচেয়েও বেশি জনপ্রিয় ছিলেন তাঁর হাসিখুশি স্বভাবের জন্য শিল্পীমহলে। তাঁর মরদেহকে শ্রদ্ধা জানাতে অগ্রজ থেকে অনুজ, সকলে ছুটে এসেছিলেন, কেউ বাড়িতে, কেই রবীন্দ্রসদনে, কেউ বা বাংলা সঙ্গীত অকাদমীতে।
নির্মলা মিশ্রের বাবা ছিলেন, পণ্ডিত মোহিনীমোহন মিশ্র। বিয়ের পর গায়িকার পদবী হয় দাশগুপ্ত, 'মিশ্র' তাঁদের পাওয়া পদবী। তাঁর বাড়িতেই ছিল গানের চর্চা।
advertisement
এই বয়সেও বিভিন্ন অসুস্থতা থাকা সত্ত্বেও নির্মলা মিশ্রকে শেষবার দেখার জন্য রবীন্দ্রসদনে ছুটে গিয়েছিলেন পূর্ণদাস বাউল। তিনি জানান, "ওঁ আমার চেয়ে ছোট ছিল। আমি ওঁর অভিভাবকের মতো ছিলাম। ওঁর আগে আমি সংগীত জগতে এসেছিলাম। আমি সত্তর বছর ধরে গানের জগতে, নির্মলা ৫০-এর একটু বেশি। তবে ওঁর সঙ্গে আমার জেনরেশন গ্যাপ আসেনি, গান নিয়ে অনেক আলোচনা হয়েছে। এইরকম মানুষ, হাসিখুশি ব্যবহার আর পাইনি। ওঁর সঙ্গে আমার অনেক স্মৃতি রয়েছে, চাইলে একটা বই লেখা হয়ে যাবে।"
advertisement
'নির্মলা মিশ্র'দের মৃত্যু হয় না। তাঁরা পার্থিব শরীর নিয়ে চলে যান, কিন্তু তাঁদের গান রয়ে যায়। তাঁদের যে সুরেলা সফর ছিল, তার শেষ হয় না, দ্য শো মাস্ট গো অন... প্রজন্ম থেকে প্রজন্ম রয়ে যাবে তাঁর গান।
advertisement
নির্মলা মিশ্রের প্রয়াণে শোকবার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী লিখেছেন, 'বিশিষ্ট সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্রের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি গভীর রাতে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮১ বছর। দীর্ঘ কয়েক দশক ধরে কণ্ঠের জাদুতে তিনি শ্রোতাদের মুগ্ধ করে রেখেছিলেন।' রবিবার কেওড়াতলা মহাশ্মশানেই শিল্পীর শেষকৃত্য।
Manash Basak
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 31, 2022 8:28 PM IST