তৈরি হয়ে গেল অস্কারের তালিকা, ১১টি বিভাগে নমিনেশন পেয়ে শীর্ষে ‘জোকার’
- Published by:Akash Misra
- news18 bangla
Last Updated:
অবশেষে অপেক্ষার অবসান ৷ প্রকাশ হল এবারের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের নমিনেশনের তালিকা ৷ ১১ টি বিভাগে মনোনীত হয়ে শীর্ষে ‘জোকার’ !
#লস এঞ্জেলস: অবশেষে অপেক্ষার অবসান ৷ প্রকাশ হল এবারের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের নমিনেশনের তালিকা ৷ ১১ টি বিভাগে মনোনীত হয়ে শীর্ষে ‘জোকার’ !
এক ঝলকে দেখে নিন এবারের অস্কারের তালিকা-
সেরা ছবি
ফর্ড ভি ফেরারি, দ্য আইরিশম্যান, জোজো ব়্যাবিট, জোকার, লিটিল ওমেন, ম্যারেজ স্টোরি, ১৯১৭, ওয়ান্স আপঅন এ টাইম ইন হলিউড, প্যারাসাইট
advertisement
সেরা পরিচালক
মার্টিন স্কোরসেসে (দ্য আইরিশম্যান), টোড ফিলিপস (জোকার), স্যাম মেন্ডিস (১৯১৭), কুয়েন্টিন ট্যারান্টিনো (ওয়ান্স আপঅন এ টাইম.. ইন হলিউড), বং জুন হো (প্যারাসাইট)
advertisement
সেরা অভিনেত্রী
সিন্থিয়া এরিভো(হ্যারিয়েট), স্কারলেট জোহানসন (ম্যারেজ স্টোরি), সোইর্স রোনান (লিটল উইমেন), শার্লিজ থেরন (বোম্বশেল), রেনে জেলওয়েগার( জুডি)
সেরা অভিনেতা
অ্যান্টোনিও ব্যান্ডেরাস (পেইন অ্যান্ড গ্লোরি), লিওনার্দো ডি ক্যাপ্রিও( ওয়ান্স আপঅন এ টাইম ইন হলিউড), অ্যাডাম ড্রাইভার (ম্যারেজ স্টোরি), জোয়াকিম ফিনিক্স (জোকার), জোনাথান প্রাইস (দ্য টু পোপস)
সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র
কোরপাস ক্রিস্টি, হানিল্যান্ড, পেইন অ্যান্ড গ্লোরি, প্যারাসাইট, লা মিজারেবলস
advertisement
সেরা অ্যানিমেশন ছবি--
হাউ টু ট্রেন ইওর ড্রাগন- দ্য হিডেন ওয়ার্ল্ড, আই লোস্ট মাই বডি, কালাস, মিসিং লিঙ্ক, টয় স্টোরি ৪ ৷
Location :
First Published :
January 13, 2020 8:58 PM IST