Ora Sobai Durga: সমাজের সব স্তর ও পেশার নারীদের নিয়ে তৈরি নতুন গানের ভিডিও, ‘ওরা সবাই দুর্গা’

Last Updated:

Ora Sobai Durga: সমাজের বিভিন্ন স্তরের ১০টি বিশেষ পেশার মহিলাদের দুর্গা হয়ে ওঠার গল্প ফুটে উঠল নতুন মিউজিক ভিডিওতে। মুক্তি পেল আজ, ১৮ অক্টোবর।

সমাজের সব স্তর ও পেশার নারীদের নিয়ে তৈরি নতুন গানের ভিডিও, ‘ওরা সবাই দুর্গা’
সমাজের সব স্তর ও পেশার নারীদের নিয়ে তৈরি নতুন গানের ভিডিও, ‘ওরা সবাই দুর্গা’
কলকাতা: প্রতিটি নারীর মধ্যেই বিরাজ করেন একজন দেবী এবং তাঁরাই সৃষ্টির উৎস। দুর্গা, যিনি দুর্গতি বা সংকট থেকে রক্ষা করেন। যিনি অসুরকে বধ করার ক্ষমতা রাখেন বা ধরেন। সেই সকল দ্বিভুজা ‘দুর্গা’দের নিয়ে তৈরি হল নতুন গল্প-গান।
‘ওরা সবাই দুর্গা’। সমাজের বিভিন্ন স্তরের ১০টি বিশেষ পেশার মহিলাদের দুর্গা হয়ে ওঠার গল্প ফুটে উঠল নতুন মিউজিক ভিডিওতে। মুক্তি পেল আজ, ১৮ অক্টোবর। এই কাজটির জন্য বেছে নেওয়া হয়েছে সমাজের বিভিন্ন স্তরের দশ জন নবাগতাকে।
advertisement
advertisement
শত্রুর বিনাশের জন্য শক্তির প্রয়োগ নয়, প্রয়োজন মানসিক সাহস। সকল নারীর মধ্যেই দুর্গার শক্তি। পরিচালক শান্তনু নন্দীর এই অনবদ্য ভাবনার বহিঃপ্রকাশ ‘ওরা সবাই দুর্গা’ ভিডিওটি।
রাহুল প্রোডাকশনসের নিবেদন, ‘ওরা সবাই দুর্গা’। মূল ভাবনা অমিত দাস ও শান্তনু নন্দীর। সঙ্গীত প্রতীক কুণ্ডুর। কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা শান্তনু নন্দীর।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ora Sobai Durga: সমাজের সব স্তর ও পেশার নারীদের নিয়ে তৈরি নতুন গানের ভিডিও, ‘ওরা সবাই দুর্গা’
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement