কলকাতা: বিবাহ বার্ষিকীতে স্বামীর সঙ্গে একান্ত মুহূর্ত কাটালেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সেই আদুরে ছবিই শেয়ার করলেন সামাজিক মাধ্যমে। রাজ- শুভশ্রীর এই একান্ত মুহূর্তের ছবি মুহূর্তে শোরগোল ফেলে দিয়েছে নেট জগতে।
সাদা টি শার্টে রাজের কাঁধে মাথা রেখেছেন অভিনেত্রী। পরিচালকও ধরা দিয়েছেন সাদা পোশাকেই। আদুরে এই ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করা মাত্রই কমেন্টের বন্যা বয়ে গিয়েছে পোস্টটিতে। ছবিটি শেয়ার হওয়া মাত্রই তাঁকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরা।
আরও পড়ুন: আমাকে আমার বাবার স্ত্রী হিসেবে ভুল করা হয়েছিল, শরীর নিয়ে কটাক্ষের শিকার দেবলীনা
View this post on Instagram
আদুরে ছবিটি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, “যখন আমি আমাদের ছোট্ট গল্পটার দিকে ফিরে তাকাই তখন মনে হয় জীবনে এতো খুশি আগে হইনি এবং এটা শুধু তোমার জন্য সম্ভব হয়েছে। ৫ বছরপূর্তির জন্য অনেক শুভেচ্ছা” ছবিতে বেশ খোশ মেজাজেই ধরা পড়েছে দম্পতি।
মাঝে মধ্যেই নিজেদের ব্যক্তিগত মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এর আগেও পরিচালক রাজ চক্রবর্তীর জন্মদিনের একটি ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সাড়া ফেলে দেয় নেট জগতে। ছবিতে রাজের সঙ্গে চুম্বনরত অবস্থায় দেখা যায় অভিনেত্রীকে। ফের আবার নিজেদের এক সুন্দর মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করলেন শুভশ্রী।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।