Bigg Boss OTT : অভিনেতা রাকেশের পাশে তাঁর প্রাক্তন স্ত্রী ঋধি

Last Updated:

বিগ বস ওটিটি-তে (Bigg Boss OTT) অভিনেতা রাকেশ বাপত-ও একজন প্রতিযোগী ৷

মু্ম্বই : বিগ বস ওটিটি-তে (Bigg Boss OTT) অভিনেতা রাকেশ বাপত-ও একজন প্রতিযোগী ৷ তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর প্রাক্তন স্ত্রী রিধি ডোগরা ৷ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘‘রাকেশ, তোমার জন্য শুভেচ্ছা, সবসময় ৷’’
আট বছরের দাম্পত্যের পর ২০১৯ সালে ডিভোর্স হয়ে যায় রাকেশ ও রিধির ৷ বেশ কিছু দিন ধরে তাঁদের আলাদা থাকার গুঞ্জন শোনা যাচ্ছিল ৷ অবশেষে যৌথ বিবৃতিতে তাঁরা তাঁদের বিচ্ছেদের কথা জানান ৷ তাঁরা লিখেছিলেন, ‘‘হ্যাঁ, আমরা আলাদা থাকছি...আমরা দু’জনে খুব ভাল বন্ধু যারা হয়তো আর স্বামী স্ত্রী হতে পারব না ৷’’
advertisement
advertisement
তাঁরা যে দম্পতি না থাকলেও এখনও ভাল বন্ধু, সে কথা প্রমাণ করে দিল প্রাক্তন স্বামীর প্রতি ঋধির শুভেচ্ছা ৷ প্রসঙ্গত রাকেশ হলেন সেই প্রতিযোগীদের মধ্যে অন্যতম, যাঁর নাম বিগ বস ওটিটি মঞ্চে শোনা গিয়েছিল ৷
বিচ্ছেদের পর তাঁর যে মানসিক সমস্যা হয়েছিল, সে কথাও স্বীকার করেছিলেন ঋধি ৷ সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে বলেছিলেন, হঠাৎই তাঁর নিজেকে খুব একা মনে হচ্ছিল ৷ তাঁর বহুতলেই থাকেন ভাই ৷ যোগাযোগ আছে অন্য আত্মীয়ের সঙ্গেও ৷ তাঁর কথায়, পরিস্থিতি ভাল হওয়ার জন্য তিনি প্রতিনিয়ত প্রার্থনা করেছিলেন ৷ তাতেই তিনি কঠিন পরিস্থিতি পেরিয়ে আসতে পেরেছিলেন ৷ মনে করেন ঋধি ৷ তিনি নিজের সঙ্গে সুস্থ সম্পর্ক গড়ে তুলতে পেরেছেন ৷ সংবাদমাধ্যমে জানিয়েছিলেন ঋধি ৷  এখন দেখার, তাঁর শুভেচ্ছা বিগ বস-এর ময়দানে প্রাক্তন স্বামী রাকেশকে কতটা সাহস যোগায় ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bigg Boss OTT : অভিনেতা রাকেশের পাশে তাঁর প্রাক্তন স্ত্রী ঋধি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement