ফের আশিকি জুটি, তবে এবার ‘ওকে জানু’ ! দেখুন ট্রেলার
Last Updated:
প্রেম মানেই বিয়ে নয় ৷ তাই, এক সঙ্গে থাকা যাবে, কিন্তু সংসার ? নৈব নৈবচ ! লিভ ইন রিলেশনশিপকে পর্দায় একেবারে অন্যরকমভাবে
#মুম্বই: প্রেম মানেই বিয়ে নয় ৷ তাই, এক সঙ্গে থাকা যাবে, কিন্তু সংসার ? নৈব নৈবচ ! লিভ ইন রিলেশনশিপকে পর্দায় একেবারে অন্যরকমভাবে নিয়ে আসতে চলেছে পরিচালক শাদ আলি ৷ সঙ্গে আশিকি ২ জুটি শ্রদ্ধা কাপুর ও আদিত্য রয় কাপুর ৷ দক্ষিণী ছবির জনপ্রিয় পরিচালক মণিরত্নমের ‘ওকে কানমানি’ থেকে অনুপ্রাণিত হয়ে শাদ আলি তৈরি করেছেন ওকে জানু ৷ মুক্তি পেল সেই ছবির ট্রেলার ৷
ছবিতে শ্রদ্ধা ও আদিত্য, দু’জনেই নিজেদের কেরিয়ার নিয়ে খুবই সিরিয়াস ৷ কেরিয়ারের জন্য ছাড়তে পারেন সব কিছু৷ কিন্তু হঠাৎ প্রেম ঢুকে পড়ে দু’জনের মনে ৷ এরপর? তা নিয়েই শাদ আলির নতুন ছবি ওকে জানু !
ছবিটি মুক্তি পাবে ১৩ জানুয়ারি !
advertisement
Location :
First Published :
December 12, 2016 6:43 PM IST