Durnibar-Oindrila: মাখোমাখো প্রেমে মজে মোহর-দুর্নিবার, আক্ষেপ মেটাতেই কি প্রকাশ্যে চুম্বন? ভিডিও দেখে আঁতকে নেটিজেনরা|

Last Updated:

Durnibar-Oindrila: দুর্নিবারের সঙ্গে রোম্যান্টিক একটি রিল ভিডিও শেয়ার করেছেন মোহর৷ বিয়ের পর এই প্রথমবার এতটা সাহসী পদক্ষেপ নিলেন মোহর৷ ঠোঁটে ঠোঁট রেখে চুম্বনে মত্ত কর্তা-গিন্নী, এমন সাহসী ছবি পোস্ট করে সকলকে চমকে দিয়েছেন l

মাখোমাখো প্রেমে মজে মোহর-দুর্নিবার, আক্ষেপ মেটাতেই কি প্রকাশ্যে চুম্বন? ভিডিও দেখে আঁতকে নেটিজেনরা
মাখোমাখো প্রেমে মজে মোহর-দুর্নিবার, আক্ষেপ মেটাতেই কি প্রকাশ্যে চুম্বন? ভিডিও দেখে আঁতকে নেটিজেনরা
কলকাতা: জীবনের নতুন ইনিংস শুরু করেছেন দুর্নিবার সাহা। গত ৯ মার্চ ঘটা করে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন গায়ক ৷ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ম্যানেজার ঐন্দ্রিলার সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে দুর্নিবারের। তবে দ্বিতীয়বার বিয়ে করতে না করতেই চরম কটাক্ষের শিকার হয়েছিলেন গায়ক। কেউ বলছেন কেরিয়ারের স্বার্থে বিয়ে করেছেন তো কেউ আবার বলছেন বিয়ের বছর ঘুরতে না ঘুরতে ফের দ্বিতীয় বিয়ে।
বিয়ের পর ফের সোশ্যাল মিডিয়ায় আক্ষেপের সঙ্গে একটিপোস্ট করে মোহর লিখেছিলেন- হানিমুনের ছবি চেয়েও পোস্ট করতে পারছি না। কেন জানেন?আপনাদের জন্য। পাত্তা দিচ্ছি ভাববেন না। নিজের এবং আপনজনদের শান্তিকে প্রাধান্য দিয়েছি এবং দেব, তাই। তবে এবার কি আক্ষেপ মেটাতেই এই সিদ্ধান্ত৷
রবিবার সকাল সকাল পুরো ছবিটাই যেন ভিন্ন৷ সোশ্যাল মিডিয়ায় দুর্নিবারের সঙ্গে রোম্যান্টিক একটি রিল ভিডিও শেয়ার করেছেন মোহর৷ বিয়ের পর এই প্রথমবার এতটা সাহসী পদক্ষেপ নিলেন মোহর৷ ঠোঁটে ঠোঁট রেখে চুম্বনে মত্ত কর্তা-গিন্নী, এমন সাহসী ছবি পোস্ট করে সকলকে চমকে দিয়েছেন মোহর৷ এবং অন্যটিতে বিয়ের পর নতুন কনের সাজে দেখা গিয়েছে তাকে৷ ক্যাপশনে লেখা -বস তেরা সাথ গো৷ দুর্নিবারের গাওয়া গান দিয়েই রিল ভিডিও পোস্ট করে তাক লাগিয়ে দিয়েছেন৷
advertisement
advertisement

View this post on Instagram

A post shared by Oindrila Sen (@mohorsen710)

advertisement
টলিপাড়ার গায়ক দুর্নিবার সাহাকে নিয়ে চর্চা যেন থামছেই না। সাতপাকে বাঁধা পড়েছিলেন টলিপাড়ার হট-হ্যাপেনিং কাপল দুর্নিবার ও মীনাক্ষি। বাঙালি নিয়ম-রীতি মেনেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন দুর্নিবার সাহা ও মীনাক্ষি মুখোপাধ্যায় । যদিও সেই বিয়ে টিকল না। ঘটা করে বিয়ে করার পর ২০২২ সালে আইনি বিচ্ছেদ হয় দুর্নিবার ও মীনাক্ষীর। দ্বিতীয় বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই চরম সমালোচনার মুখে পড়েছেন দুর্নিবার। তবে দুর্নিবার বা ঐন্দ্রিলা কেউই থামবার পাত্র নন, দুজনেই নিজেদের মতো করে জবাব দিয়েছেন। মোহরের সঙ্গে বিয়ের ছবির কমেন্টে মীনাক্ষীর ছবি শেয়ার করেছিলেন নেটিজেনরা। তবে বিয়ের পরপরই বেশ কড়া জবাবও দিয়েছিলেন গায়ক এবং তার স্ত্রী। তবে তাতেও কোনও লাভ হয়নি, ট্রোলিং চালিয়ে গেছেন অনেকেই। গায়ক জানিয়েছেন, এই বিষয়ে আমরা আর কী বলব, আমরা দুজনেই ভাল আছি। এটাই তো একমাত্র কাম্য হওয়া উচিত। এর থেকে বেশি চাওয়ার আর কী থাকে। তবে আমি একটা কথা স্পষ্ট বলতে চাই যে, আমরা সমাজের হেনস্তার শিকার। তা বলে দুর্বল আমাদের দুর্বল ভাববেন না। আমরা জানি যে এমন পরিস্থিতি কীভাবে সামাল দিতে হয়।যদিও এটা কোনও নতুন বিষয় নয়, প্রেম থেকে বিয়ে নিয়ে হামেশাই কটাক্ষের মুখে পড়তে হয়েছে দুর্নিবারকে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Durnibar-Oindrila: মাখোমাখো প্রেমে মজে মোহর-দুর্নিবার, আক্ষেপ মেটাতেই কি প্রকাশ্যে চুম্বন? ভিডিও দেখে আঁতকে নেটিজেনরা|
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement