কলকাতা : প্রেমের মাসে মুক্তি পেল ভালবাসার ছবি "একলা ঘর" এর অফিশিয়াল ট্রেলার। জুটি বাঁধছে অভিনেতা ঋষভ বসু ও অভিনেত্রী ঐশ্বর্য সেন। ছবিটা মুক্তি পাচ্ছে ২৪ ফেব্রুয়ারি, শুধুমাত্র নজরুল তীর্থের প্রেক্ষাগৃহে। আর ২৮ ফেব্রুয়ারি থেকে ওটিটি-তে দেখা যাবে।
এ বার একসঙ্গে জুটি বাঁধছে অভিনেতা ঋষভ বসু ও অভিনেত্রী ঐশ্বর্য সেন। প্রকাশ্যে এল সেই ওয়েব ছবির অফিশিয়াল ট্রেলার। ছবির নাম "একলা ঘর"। ছবির পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন পরিচালক সৌম্যজিত আদক ও তার টিম।
পুরোপুরি প্রেমের গল্পে ভিন্ন চরিত্রে দেখা যাবে অভিনেতা ঋষভকে। সঙ্গে ঐশ্বর্য সেন। নব্বই দশকের নস্টালজিয়া তুলে ধরা হয়েছে এখানে। পরিচালক সৌম্যজিত আদক জানান "পৃথিবীর সব চেয়ে অদ্ভুত ও আশ্চর্যজনক জিনিস হল ভালবাসা। নিজের ভালবাসার মানুষটিকে সারা জীবন আগলে ধরে রাখার জন্য মানুষ সব কিছু করতে পারে, আর কখনও কখনও তাকে না পাওয়ার ব্যথায় স্মৃতি আচ্ছাদনে কাটিয়ে দেয় সারাজীবন। এমন একটা নিখাদ ভালোবাসার গল্প হল "একলা ঘর"। যার প্রতিটি মোড়ে রয়েছে ভালবাসার এক পবিত্র আবরণ।"
আরও পড়ুন : একটা জাম্বো শিঙাড়া ২৫ টাকা! ৭০ বছরের পুরনো দোকানের লোভনীয় স্বাদে মুগ্ধ ভোজনরসিকরা
ছবিতে অভিনেতা ঋষভ বসুকে দেখা যাবে অম্লানের চরিত্রে, অভিনেত্রী ঐশ্বর্য সেনকে দেখা যাবে সুপ্রিয়ার চরিত্রে, অন্যদিকে অভিনেত্রী নিকিতা ধামিজাকে দেখা যাবে লেখিকা অন্তরার চরিত্রে।
আরও পড়ুন : হিন্দি বলতে হোঁচট, নেট দুনিয়ায় চরম ট্রোলড কাজলের মেয়ে নায়সা
ছবিটি প্রযোজনা করেছে হোয়াইট ফেদার্স সংস্থার কর্ণধার প্রদীপ বাজাজ। ছবির অন্যান্য মুখ্য চরিত্রে অভিনয় করছেন শিঞ্জন বসু,হিয়া রায়,মৌপ্রিয়া গোস্বামী , সমর দাস, রাই দাস-সহ অন্যান্যরা। পরিচালনার পাশাপাশি ছবির কাহিনী লিখেছেন সৌমজিত আদক।
ছবির সংলাপ এবং দৃশ্য সজ্জায় রয়েছেন সমীর কৌশিক। ছবিতে মিউজিক দিয়েছে কৃষ্ণেন্দু রাজ আচার্য। ছবিতে গান গেয়েছেন সেঁজুতি দাস , দেবাঞ্জলি লিলি , পূর্বিতা ও জিষ্ণু। ছবির শ্যুটিং হয়েছে কলকাতা শহরে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali Movie, Trailer