মুম্বই : ফের ট্রোলড নায়সা দেবগণ। এ বার কাজলকন্যা সমালোচনায় বিদ্ধ হিন্দিতে তাঁর বক্তব্য পেশ করতে গিয়ে। সম্প্রতি মহারাষ্ট্রের আহমেদনগরে ডিজিটাল পাঠাগার উদ্বোধনে গিয়েছিলেন নায়সা। অজয় দেবগণের এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে তৈরি হয়েছে এই পাঠাগার। সেখানেই গ্রামের পড়ুয়াদের মাঝে ২০০ টি বই বিতরণ করেন নায়সা।
সমস্যায় পড়েন অনুষ্ঠানে হিন্দিতে নিজের বক্তব্য পেশ করতে গিয়ে। ভাঙা ভাঙা হিন্দিতে তিনি বলেন "ছোটবেলায় আমি পড়তে খুব ভালবাসতাম। দিনে দু তিনটে পর্যন্ত বইও পড়ে ফেলতাম। মা-ও খুব ভালবাসতেন আমার বই পড়ার অভ্যাস। আপনাদের সবাইকে দেখে...আপনাদের দেখে"-এই পর্যন্ত বলে খেই হারিয়ে পেলেন তিনি। মঞ্চে অপ্রস্তুত তরুণীকে দেখে বোঝাই যাচ্ছে তিনি হিন্দি শব্দ হাতড়াচ্ছেন। শেষে তিনি বলেন "বইপড়ার অভ্যাস কোনওদিনও বন্ধ করবেন না"-এই বলে কোনওমতে নিজের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন নায়সা।
The little speech of nysa devgan about importance of Education pic.twitter.com/MBvX06EZh3
— kamal shekhar (@kamalshekhar3) February 20, 2023
আরও পড়ুন : বাড়িতে ঠাঁই হয়নি স্বামীরও, কোভিডের ভয়ে গত ৩ বছর ছেলেকে নিয়ে গৃহবন্দি মা
সমাজমাধ্যমে এই তারকাকন্যার হিন্দিতে হোঁচট খাওয়ার ভিডিও ভাইরাল হয়ে পড়েছে। নেটিজেনরা তীব্র ভাষায় আক্রমণ করেছেন তাঁকে। হিন্দি ঠিকমতো বলতে না পারার জন্য সমালোচিত হন তিনি। এত তাড়াতাড়ি মেয়েকে প্রচারের মুখ করে তোলার জন্য সমালোচিত হন অজয় ও কাজলও।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ajay Devgan, Kajol, Nysa Devgan