Nusrat: ইদের দিনে কী করছেন নুসরত? শুভেচ্ছা-বার্তায় কী বললেন নায়িকা? রইল ভিডিও
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Nusrat: শুভ দিনে শুভেচ্ছা-বার্তা পাঠালেন নুসরত! ভিডিও শেয়ার করে যা বললেন নায়িকা!
#কলকাতা: ইদ মুবারক। খুশির ইদের চাঁদ দেখা মানেই উৎসবের শুরু। টানা ২৯ থেকে ৩০ দিন রোজা রাখার পর ইদ-উল-ফিতর (Eid-ul-Fitr) পালন করা হয় মুসলিম সমাজে। এই দিন সকলে সকলের সঙ্গে যেন ভালোবাসা ছড়িয়ে দেন তাঁরা। একে অপরকে পোশাকে, খাবারে, আনন্দে ভরিয়ে তোলেন। গোটা মাস ধরে কঠিন উপবাসের পর এই দিনে সবাই এক হয়ে যান। সাধারণ মানুষ থেকে সেলেব সকলেই ইদের দিন জীবনকে ফের নতুন করে সাজিয়ে নেন।
বলিউড হোক বা টলিউড ইদের দিনের আনন্দই অন্যরকম। শাহরুখ খান থেকে সলমন খান হন বা আমির খান এই দিন উদযাপন করেন সকলেই। তেমনই আজকের এই খুশির দিনে সকলকে শুভেচ্ছা জানালেন নুসরত টলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা তিনি। শুধু তাই নয় তিনি একজন সাংসদও। সেই সঙ্গে এক সন্তানের মা নুসরত। তাঁর দায়িত্ব অনেক। কয়েক দিন আগেই নুসরত ও যশের বেশ কিছু ছবি ভিডিও সামনে এসেছিল। তাঁরা ছুটি কাটাতে গিয়েছিলেন সমুদ্র সৈকতে। নানা মিষ্টি মুহূর্তে ধরা পড়েছিলেন নুসরত।
advertisement
advertisement
advertisement
তবে এত ব্যস্ততার মধ্যেও সকলকে ইদের শুভেচ্ছা জানাতে ভুললেন না নুসরত। নায়িকা তাঁর সোশ্যাল মাধ্যমে বেশ জনপ্রিয়। বিশেষ করে ইনস্টগ্রামে। এখানেই নানা কিছু শেয়ার করেন নুসরত। এবার এই মাধ্যমেই সকলকে ইদের শুভেচ্ছা জানালেন তিনি। তিনি বলনে, "আমার তরফ থেকে সকলকে জানাই ইদের শুভ-কামনা, ভালোবাসা। আপনার এবং আপনার পরিবারের সকলের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। সকলে মিলে খুব ভালো থাকুন।" এই ভিডিওতে বহু মানুষ নায়িকাকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 03, 2022 4:41 PM IST