Nora Fatehi: অফ শোল্ডার বিকিনিতে সুইমিং পুলে আগুন ঝরাচ্ছেন নোরা ! সঙ্গে এই ব্যক্তি কে ?

Last Updated:

Nora Fatehi enjoys her pool time with friend: সম্প্রতি নোরার একটি সুইমিং পুলের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ যেখানে দেখা গিয়েছে এক ব্যক্তির সঙ্গে সুইমিং পুলে দারুণ সময় কাটাচ্ছেন অভিনেত্রী ৷

Photo: Instagram
Photo: Instagram
মুম্বই: নোরা ফতেহি (Nora Fatehi) সোশ্যাল মিডিয়ায় কতটা অ্যাকটিভ, সেটা কারোরই অজানা নয় ৷ বলিউডে খুব বেশি ছবি এখনও পর্যন্ত না করলেও এ দেশে এখন ছেয়ে গিয়েছেন অভিনেত্রী ৷ প্রায় প্রতিদিনই তাঁর ছবি এবং ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় ৷ নেটিজেনরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন, নোরা নতুন কী আপলোড করেন, তা দেখার জন্য (Nora Fatehi enjoys her pool time with friend) ৷
সম্প্রতি নোরার একটি সুইমিং পুলের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ যেখানে দেখা গিয়েছে এক ব্যক্তির সঙ্গে সুইমিং পুলে দারুণ সময় কাটাচ্ছেন অভিনেত্রী ৷ পরনে অফ-শোল্ডার বিকিনি ৷ নোরাকে দেখেই মুগ্ধ তাঁর ফ্যানরা ৷ তবে প্রশ্নও উঠেছে, সুইমিং পুলে নোরার সঙ্গে সেলফি তোলা ওই ব্যক্তি কে ? কে এই ‘মিস্ট্রি ম্যান’ ! তা জানতে অবশ্য খুব বেশি সময় লাগেনি ৷ ছবিতে দেখতে পাওয়া ওই ব্যক্তি আসলে নোরার অনেক পুরনো বন্ধু ৷
advertisement
advertisement
ভিডিওটি ইনস্টাগ্রামে অবশ্য নোরা নিজে শেয়ার করেননি ৷ শেয়ার করা হয়েছিল, তাঁর বিভিন্ন ফ্যান পেজ থেকে ৷ নৃত্যশিল্পী থেকে ধীরে ধীরে অভিনেত্রী হয়ে উঠেছেন। সম্প্রতি টেক্কা ডিজাইনার আবু জানি এবং সন্দীপ খোসলার প্রথম ফ্যাশন ফিল্ম ইনটু দ্য লাইটের (Into the Light) অংশীদার হয়েছেন নোরা ফাতেহি। ইনস্টাগ্রামে ভিডিও এবং ছবিগুলি শেয়ারও করেছিলেন নোরা।
advertisement
advertisement
নোরা ‘রকি হ্যান্ডসাম’ ও ‘মিস্টার এক্স’-এর মতো অনেক সিনেমায় কাজ করেছেন। এ ছাড়া বেশ কয়েকটি দক্ষিণী ছবিতেও অভিনয় করেছেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Nora Fatehi: অফ শোল্ডার বিকিনিতে সুইমিং পুলে আগুন ঝরাচ্ছেন নোরা ! সঙ্গে এই ব্যক্তি কে ?
Next Article
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE