IPL 2021 | Sunil Narine: দলকে জেতানোর পাশাপাশি গড়লেন আইপিএলে নতুন রেকর্ডও ! জেনে নিন শারজায় নারিনের কীর্তি
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Sunil Narine creates new IPL record: সোমবার আইপিএল-এ সবচেয়ে বেশি বার চার উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন নারিন।
শারজা: আরসিবি-কে হারিয়ে প্লে অফে যাওয়ার আশা জিইয়ে রেখেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ৷ এখন সামনে শুধু দিল্লি ৷ বুধবার পন্থদের হারাতে পারলেই ফাইনালে চলে যাবে কেকেআর (KKR) ৷
সোমবার শারজায় বল হাতে কামাল করেছেন সুনীল নারিন (Sunil Narine) ৷ মাত্র ২১ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি ৷ দলকে ফাইনালের পথে আরও একধাপ এগিয়ে যেতে সাহায্য করছেন ৷ এ বারের আইপিএলের আমিরশাহী পর্বে দারুণ ছন্দেই রয়েছেন ক্যারিবিয়ান তারকা ৷ সোমবারও বলের পাশাপাশি ব্যাটিংয়েও সমর্থকদের হতাশ করেননি নারিন ৷ ১৫ বলে ২৬ রান করেন তিনি। এর পাশাপাশি গড়লেন নতুন রেকর্ড (KKR spinner Sunil Narine creates new IPL record) ৷
advertisement
No words needed. The picture says it all 💜#KKR #RCBvKKR #AmiKKR #IPL2021 #SunilNarine pic.twitter.com/sJ8MYtVgJE
— KolkataKnightRiders (@KKRiders) October 11, 2021
advertisement
সোমবার আইপিএল-এ সবচেয়ে বেশি বার চার উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন নারিন। এই নিয়ে আইপিএল-এ ৮ বার চার উইকেট নিলেন তিনি। টপকালেন লাসিথ মালিঙ্গাকে। শ্রীলঙ্কার তারকা পেসার এর আগে সাত বার চার উইকেট নিয়েছেন। এখানেই শেষ নয়, প্রথম স্পিনার হিসেবে আরসিবি-র বিরুদ্ধে তিন বার চার উইকেট নেওয়ার রেকর্ডও গড়লেন ওয়েস্ট ইন্ডিজের এই স্পিনার।
advertisement
The vibes in the dressing room after the big win last night 💜💛 #KKR #RCBvKKR #AmiKKR #KorboLorboJeetbo #আমিKKR #IPL2021 pic.twitter.com/7V64y5T0Hy
— KolkataKnightRiders (@KKRiders) October 12, 2021
২০১৩ ও ২০১৪ সালের আইপিএল-এ দু’বার বিরাট বাহিনীর বিরুদ্ধে চার উইকেট নিয়েছিলেন নারিন। ২০১৩ সালে রাঁচিতে ২২ রান দিয়ে চার উইকেট নেন তিনি। ২০১৪ সালে কলকাতায় ২০ রান দিয়ে চার উইকেট নেন কেকেআরের ‘মিস্ট্রি স্পিনার’।
view commentsLocation :
First Published :
October 12, 2021 7:09 PM IST