ঋষির ওপর নজর রাখতে বলেছিলেন নীতু! তাঁদের প্রেম জীবন নিয়ে বিস্ফোরক বান্ধবী
- Published by:Uddalak Bhattacharya
Last Updated:
১৯৮০ সালে, নীতুর সঙ্গে বিয়ের পর এসব ঝামেলা ঝেড়ে ফেল দেন ঋষি।
#মুম্বই: ঋষি কাপুরের প্রেম জীবন নিয়ে সবসময়েই আলোচনা চলেছে। তবে সুপারস্টার ঋষির মৃত্যুর পর ঋষি কাপুর আর নীতু সিংয়ের প্রেম জীবন নিয়ে নানারকম অজানা তথ্য উঠে আসছে। ঋষি–নীতুর প্রেমপর্বের এক অজানা দিকের কথা তুলে ধরলেন নীতুর বান্ধবী ও একসময়ের বিখ্যাত সাংবাদিক ভাবনা সোমায়া।
তিনি লিখছেন, ‘ একসময়ে আমি ঋষি কাপুরের খুব ভক্ত ছিলাম। কিন্তু দেখতাম, ঋষি সবাইকে অকারণে ভয় দেখাতেন, মাঝে মাঝে অকারণ বিরক্ত করতেন। কেউ কিছু না করলেও তিনি হয়ত এমনই এমন করতেন। আমি এই নিয়ে নীতুর কাছে অনেকবার অভিযোগ করেছি। কিন্তু ও বলত, এটা ঋষির একটা মুখোশ।'
advertisement
advertisement
আসলে ঋষিকে পাগলের মতো ভালবাসত নীতু। ও যখন বাইরে যেত, তখন আমায় বলে যেত ঋষির ওপর নজর রাখতে। আমি নজর রাখতাম, কিন্তু এই কথার মানে তো প্রেমিককে হুমকি দেওয়া যে তোমার ওপর নজর রাখা হচ্ছে ! স্বাভাবিক কারণে ঋষি রেগে যেতেন। তাই মাঝে মাঝে বিরক্ত হতেন আর আমার সঙ্গে ঝগড়া করতেন।
advertisement
১৯৮০ সালে, নীতুর সঙ্গে বিয়ের পর এসব ঝামেলা ঝেড়ে ফেল দেন ঋষি। মাঝে মাঝে ঋষি নাকি বলতেন, কেন আমি ওঁদের সঙ্গে দেখা করতে আসছি না। শেষে একদিন শ্যুটিংয়ে ঋষি বললেন, ‘আমার স্ত্রীয়ের বন্ধু তো এখন আমারও বন্ধু।’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 07, 2020 9:42 PM IST

