Sa-Re-Ga-Ma-Pa: 'সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা' নাকি 'রাজশ্রী তোমার জন্য়', আবেগে ভাসছেন বাঙালি
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
বাঙালি আজ মজেছেন নচিকেতায়। দুজনেই যে তাঁর গানের। সব চরিত্র কাল্পনিক নয় তাহলে...
#মুম্বই: আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বরদ বঙ্গে... শ্রেষ্ঠত্বের মুকুট পরল বাংলা। জি টিভির সারেগামাপার (Sa-Re-Ga-Ma-Pa) মঞ্চে শেষ হাসি হাসলেন আলিপুরদুয়ারের নীলাঞ্জনা রায় (Neelanjana Ray)। এরপরেই রয়েছেন বঙ্গতনয়া রাজশ্রী বাগ (Rajashree Bag)। তৃতীয় স্থানে শরদ শর্মা।
গানের ভুবন ভরিয়ে দেওয়া সারেগামাপা (Sa-Re-Ga-Ma-Pa)। 'চৌরাস্তার মোড়ে পার্কে দোকানে, শহরে গঞ্জে গ্রামে এখানে ওখানে...' ট্রেনে বাসে, ব্য়স্ত সময়ে কাজের ফাঁকে মানুষ ফোন হাতে শুনেছেন গান। ভালবেসেছেন গান। গান না জানা মানুষেরাও কীভাবে যেন গুনগুন করে ফেলেছেন।
advertisement
advertisement
আজ ছিল অপেক্ষার অবসান। প্রিয় এবং দীর্ঘতম ভারতীয় টেলিভিশন শো সারেগামা পা আজই শেষ। আর বিজয়ের মুকুট কে পরল তা জানার জন্য় অধীর আগ্রহে বসেছিল দর্শক। বাঙালির অপেক্ষা অবশ্য় একটু বেশিই ছিল। জয় হল বাংলারই।
advertisement
'তুঝে কিতনা চাহনে লাগে হাম' গেয়ে আজও শ্রোতাদের মুগ্ধ করেছেন নীলাঞ্জনা। আবার গেয়েছেন বিপরীত ঘরানার 'চাকা চক' এবং 'পরম সুন্দরী'ও। রাজশ্রী বাগ 'তেরে বিনা জিয়া জায়ে না', 'ভোর ভায়ে পানঘাট পে', এবং 'হোঁঠো মে আইসি বাত'-এর মতো কয়েকটি গান গেয়ে ফিরিয়ে এনেছেন লতা মঙ্গেশকরের স্মৃতি। তবু এই সফর যেন, শেষ হয়েও হইল না শেষের মতোই। এঁরা প্রত্য়েকেই হয়তো সুরের জগতের শুকতারা হয়ে জ্বলবেন। হয়তো তাঁদের গান গুনগুন করবেন দর্শক।
advertisement
বাঙালি আজ মজেছেন নচিকেতায়। দুজনেই যে তাঁর গানের। সব চরিত্র কাল্পনিক নয় তাহলে...
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 06, 2022 11:41 PM IST