#মুম্বই: হৃতিক রোশন (Hrithik Roshan) ও সাবা আজাদের (Saba Azad) প্রেমের গুঞ্জন এখন বলিউডে অন্যতম আলোচ্য বিষয়। একসঙ্গে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা দেওয়ার পর থেকেই খবরের শিরোনামে উঠে আসছেন হৃতিক ও সাবা। এমনকি হৃতিকের পরিবারের সঙ্গেও সময় কাটাতে দেখা গিয়েছে সাবাকে। সম্প্রতি সাবার জন্য ভূরিভোজের আয়োজন করেছিল হৃতিকের পরিবার। আর সেই খবর প্রকাশ্যে আসতেই ফের নতুন করে জল্পনা শুরু হয়েছে।
সাবার (Saba Azad) নাকি নিজের পরিবারের কথা খুব মনে পড়ছিল। আর তখনই তাঁর জন্য কিছু সুস্বাদু খাবার রান্না করে পাঠিয়েছে হৃতিকের (Hrithik Roshan) পরিবার। সেই খাবারের মধ্যে আছে পাস্তা, পিৎজা সহ আরও অনেক কিছু। খাবারের ছবি নিজেই সাবা শেয়ার করেছেন ইনস্টাগ্রাম স্টোরিতে। ক্যাপশনে লিখেছেন, "যখন খুব বাড়ির কথা মনে পড়ে এবং কিছু ভালো মানুষ এভাবে খাওয়ার আয়োজন করেন।"
বিগত কয়েক মাস ধরে হৃতিক ও সাবা (Saba Azad) সম্পর্কে আছেন বলে জানা যায়। এই গুঞ্জন আরও বাড়িয়ে দিয়েছেন হৃতিক (Hrithik Roshan) নিজেই। কিছুদিন আগে সাবার একটি গানের কনসার্টের পোস্টার হৃতিক শেয়ার করেছিলেন। আর তার পরেই যেন নেটিজেন আরও নিশ্চিত হয়েছে যে দুই তারকা সম্পর্কে আছেন।
আরও পড়ুন- শ্রীদেবী থেকে নেহা ধুপিয়া! বিয়ের আগেই গর্ভবতী হয়েছেন এই ৯ অভিনেত্রী
এক সূত্রের কথায়, "ওরা বিগত ২-৩ মাস ধরে সম্পর্কে আছে। প্রথমে খবর ছড়িয়েছিল দুজনে একটি ডেটিং অ্যাপের মাধ্যমে দেখা করেছেন। পরে দেখা গেল এই খবরটা সত্যি না। দুজনের প্রথম দেখা টুইটারে।" হৃতিক একটি ভিডিও শেয়ার করেছিলেন। সেই ভিডিওতে সাবা ছিলেন। আর তার পরেই সাবার দিক থেকে উত্তর আসে। এর পরেই ইনবক্সে কথা শুরু হয় দুজনের। এমনকি, গোপনীয়তা বজায় রেখে একসঙ্গে সাবা ও হৃতিক গোয়াতেও ছুটি কাটাতে গিয়েছিলেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Hrithik Roshan, Saba Azad