Aditi Munshi: অনুরাগীদের জন্য নয়া চমক অদিতি মুন্সীর! মুক্তি পেল 'সাজাও ঝুলনা'
- Published by:Sanchari Kar
- Written by:Manash Basak
Last Updated:
Aditi Munshi: অদিতির এই বারো গানে বর্ষযাপনের ভাবনার যাত্রা শুরু হয়েছে ১২ ই মে থেকে। বাংলার সঙ্গীত জগতের গুণী মানুষেরা এর সঙ্গে যুক্ত।
কলকাতা: সঙ্গীতম নিবেদিত ‘বারো গানে বর্ষযাপনের’ চতুর্থ গান ‘সাজাও ঝুলনা’। গানটি লিখেছেন বারিষ আর সুর করেছে রণজয় ভট্টাচার্য। প্রত্যেক মাসে ১২ তারিখের মতো এ মাসেও একই দিনে মুক্তি পাবে অদিতি মুন্সীর গাওয়া অরিজিনাল কীর্তন “সাজাও ঝুলনা”। অদিতির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে এই গান। এই মিউজিক ভিডিওটিতে নির্দেশনা দিয়েছেন জিৎ চক্রবর্তী।
জিতের কথায়, “আগে একটি সিনেমা করতে গিয়ে ওর সঙ্গে আমার সামনাসামনি আলাপ হয়। সেই সিনেমায় একটি গানের দৃশ্যে ও অভিনয়ও করে গান গাওয়ার পাশাপাশি। তখন থেকে কথা হচ্ছিল আবার একসঙ্গে কাজ করার। ফাইনালি ঝুলনের গান করলাম।”
বারিষের কথায় “ভক্তিমূলক গান শুনতে দারুণ লাগে, কিন্তু কখনও যে লেখার সুযোগ পাব ভাবিনি, তা-ও আবার অদিতিদির জন্য। আমি আমার বেস্ট দিয়ে লেখার চেষ্টা করেছি। এ বার আপনাদের ভালবাসার অপেক্ষায়।” অদিতির এই বারো গানে বর্ষযাপনের ভাবনার যাত্রা শুরু হয়েছে ১২ ই মে থেকে। বাংলার সঙ্গীত জগতের গুণী মানুষেরা এর সঙ্গে যুক্ত। তালিকায় রয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত, দেবজ্যোতি মিশ্র, জয় সরকার, থেকে শুরু করে রণজয় ভট্টাচার্য, রাহুল, দোহার, সৌরেন্দ্র সৌম্যজিৎ, বারিষ, শ্রীজাত এবং আরও অনেকে।
advertisement
advertisement
অদিতির কথায়, “সব গানের অরিজিনাল হলে, কীর্তনের শুধুমাত্র কভার কেন হবে?” সেই ভাবনা থেকেই প্রতি মাসের ১২ তারিখ অদিতির ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পাবে একটি করে নতুন মৌলিক কীর্তন আঙ্গিকের ভক্তিমূলক গান। রণজয় এই আঙ্গিক এর গান করতে গিয়ে বলেছে” এই কাজটা করতে গিয়ে অনেকটা এক্সপেরিমেন্ট করার সুযোগ পেয়েছি। এক দিকে যেমন শ্রীখোল, তবলা বেজেছে তার পাশাপাশি গিটার এবং ড্রামস বেজেছে। একটা কনটেম্পোরারি সাউন্ড স্কেপ তৈরি হয়েছে। আশা করি আপনাদের সবার ভাল লাগবে। “
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 13, 2023 7:48 AM IST