Ambarish Bhattacharya: কেন বিয়ে করলেন না? একা থাকার সিদ্ধান্তই বা কেন? জীবনের অজানা গল্প শোনালেন অম্বরীশ
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Ambarish Bhattacharya: ছবির সাফল্য বা ব্যর্থতার দায়ভার কিছুটা হলেও এসে পড়ে মুখ্য চরিত্রে থাকা অভিনেতাদের কাঁধে। সেই সব চিন্তা থেকে নিজেকে মুক্ত রাখতে চান অম্বরীশ। ঠিক সে ভাবেই মুক্ত থাকতে চান পর্দার বাইরেও। তাই নাকি বিয়ে করেননি টলিউডের জনপ্রিয় অভিনেতা।
advertisement
advertisement
advertisement
advertisement
অম্বরীশ জানান, প্রেমে তাঁর অগাধ আস্থা থাকলেও বিয়েতে তিনি বিশ্বাসী নন। তাঁর কারণ ব্যাখ্যা করলেন অভিনেতা। তিনি মনে করেন, সময়ের সঙ্গে অনেক কিছুই বদলেছে। বদলেছে নানুষের আবেগ, চিন্তাভাবনার ধরন। তাঁর কথায়, "আমার মনে হয় এই যুগে দাঁড়িয়ে, এমন অস্থির সময়ে দু'জন মানুষের সারা জীবন একসঙ্গে থাকাটা অসম্ভব। কারণ প্রত্যেক দিন আমাদের জীবনে এত প্রলোভন আসছে, এত ধরনের তথ্য আসছে, যে একটা মানুষ মানসিক ভাবে খুব অস্থির হয়ে থাকে। সেই অস্থিরতা নিয়ে বছরের পর বছর একটা মানুষের সঙ্গে থাকা সম্ভব নয়।"
advertisement