‘‘প্রভু আমার" রবীন্দ্রগানে এক আন্তর্জাতিক মেলবন্ধন, মিলে গেল নিউইয়র্ক থেকে কলকাতা

Last Updated:

সম্প্রতি জেএসই মিউজিক থেকে মুক্তি পেয়েছে রবীন্দ্রনাথের “প্রভু আমার”। গানটি গেয়েছেন হৃতি টিকাদার যিনি খুব প্রতিভাবান ওড়িশি একক নৃত্য শিল্পী মনামি নন্দীর সাথে এই গানে কাজ করেছেন।

New music album of singer hridi tikadar
New music album of singer hridi tikadar
j#কলকাতা: "প্রভু আমার" রবীন্দ্রগানে এক আন্তর্জাতিক মেলবন্ধন,  মিলে গেল নিইইয়র্ক থেকে কলকাতা “একদিন সকালে, আমি এই গানটি গেয়ে আমার সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেছিলাম। খুব অবাক হয়ে জোনাইদি আমাকে নিউইয়র্ক থেকে ফোন করে এই রবীন্দ্রসঙ্গীতটা রেকর্ড করার আগ্রহ প্রকাশ করেন। আর এভাবেই শুরু হলো ‘প্রভু আমার’ নিয়ে  আমাদের যাত্রা। আমি শোভনদার সাথে কাজ করে গানটা খুব উপলব্ধি করে গেয়েছি যিনি আমার প্রিয় এই গানের এক সুন্দর সাঙ্গীতিক পুনর্বিন্যাস করেছেন,” জানালেন গায়িকা হৃতি টিকাদার।
সম্প্রতি জেএসই মিউজিক থেকে মুক্তি পেয়েছে রবীন্দ্রনাথের “প্রভু আমার”। গানটি গেয়েছেন হৃতি টিকাদার যিনি খুব প্রতিভাবান ওড়িশি একক নৃত্য শিল্পী মনামি নন্দীর সাথে এই গানে কাজ করেছেন।
advertisement
advertisement
ক্রিয়েটিভ ডিরেক্টর জোনাই সিং জানালেন, “হৃতির প্রাণময় গান মনামির অভিব্যক্তিপূর্ণ নাচের মাধ্যমে অনবদ্যভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই গান। এই আইকনিক রবীন্দ্রসঙ্গীতটা সামগ্রিক পরিবেশনার গুনে  নতুনভাবে উপস্থাপিত হয়েছে। আমাদের লক্ষ্যকে সামনে রেখে, জেএসই মিউজিক আগামী প্রতিভা এবং তরুণ শিল্পীদের কণ্ঠে বিভিন্ন রবীন্দ্রনাথের গান রেকর্ড করা চালিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছে।"
advertisement
“কখনও কখনও ভালো কথা, সুর খুঁজে পাওয়া কঠিন হতে পারে, কিন্তু রবীন্দ্রসঙ্গীত এক গানের খনি। ওঁর গান নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য উন্মুক্ত। আমি শোভনকে ধন্যবাদ জানাই এই মিউজিক্যাল প্রোজেক্টটি গ্রহণ করার জন্য। আমরা আশা করছি আমাদের #tagorelove সিরিজটি সকলের সাথে বিশেষ করে তরুণ প্রজন্মের সাথে এক যোগ স্থাপন করবে,” জোনাই সিং বলেন।
advertisement
শোভন গঙ্গোপাধ্যায় বলেছেন, "এটা আমার সবচেয়ে প্রিয় রবীন্দ্রনাথের গানগুলির মধ্যে অন্যতম। হৃতি অত্যন্ত মনোগ্রাহী পরিবেশনা করেছেন। আমি কলকাতার সেরা কিছু যন্ত্রসংগীত শিল্পীদের সাথে সংগীত আয়োজনে আমার যথাসাধ্য চেষ্টা করেছি।"
Manash Basak
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘‘প্রভু আমার" রবীন্দ্রগানে এক আন্তর্জাতিক মেলবন্ধন, মিলে গেল নিউইয়র্ক থেকে কলকাতা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement