Weather Update: প্রবল হাওয়া, সঙ্গে উত্তাল ঢেউয়ের আঘাত, বৃষ্টিতে নাজেহাল দক্ষিণ, উত্তরে তুষারপাতে ঝপঝপ পড়ছে তাপমাত্রা, রইল ওয়েদার আপডেট
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
এদিকে কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস অবধি হতে পারে৷ এদিকে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের নীচে থাকবে৷ ফের একবার উত্তুরে হাওয়ার দাপট শুরু হয়েছে৷
advertisement
মৌসম ভবনের ওয়েদার আপডেট অনুযায়ী, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে এবং এটি ক্রমশ ঘনীভূত হয়ে তামিলনাড়ু, পুদুচেরি এবং পার্শ্ববর্তী এলাকার ওপর দিয়ে এগিয়ে যেতে পারে৷ তামিলনাড়ু এবং আশেপাশের রাজ্যগুলিতে আগামী কয়েকদিন বর্ষা চলবে। একই সময়ে, দিল্লি-এনসিআর-এর বাতাস এখনও খারাপ অবস্থায় থাকতে পারে এবং তাপমাত্রার হ্রাসও রেকর্ড করা হবে। Photo Courtesy- IMD/Sattellite Image
advertisement
আবহাওয়া দফতরের ওয়েদার আপডেট অনুযায়ী, আজ অর্থাৎ শুক্রবার আন্দামান-নিকোবরে ভারী বৃষ্টি হতে পারে এবং বইবে প্রবল ঝোড়ো বাতাস৷ এদিকে ২০-২১ এবং ২২ তারিখে তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকলে বৃষ্টি হবে, এবং ২১ এবং ২২ তারিখে অন্ধ্রপ্রদেশ এবং রায়ালসীমাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ বাইরে হিমাচল প্রদেশ সহ পার্বত্য রাজ্যে তুষারপাতের কারণে উত্তর ভারতের তাপমাত্রা আরও কমতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, বিহার ও উত্তরপ্রদেশ এবং আশেপাশের এলাকায় আগামী দু-একদিনে তাপমাত্রা ২ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এদিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই দিন ও রাতের তাপমাত্রা প্রবল বেগে কমছে৷ উত্তরে হাওয়া সরাসরি ঢোকায় একেবারে ঝপঝপ করে তাপমাত্রা পড়ছে৷ এই ঠাণ্ডার স্পেল আগামী দু-তিন দিন বজায় থাকবে৷ উত্তরবঙ্গে আকাশ অংশত মেঘলা থাকবে৷ সেখানে তাপমাত্রা পতন হচ্ছে৷ এইভাবে তাপমাত্রা পতনের জেরে দিন ও রাতের তাপমাত্রা ফের কমবে৷