কে কাকে মন দিল? বড়লোকের মেয়ের মনে আঘত দিল কে? জেনে নিন পূজা-প্রেমের গল্প

Last Updated:

সত্যি এ মন কে কাকে দিল, আর কে কার মন জয় করল, এটা জানতে অবশ্যই দেখতে হবে "এ মন তোকে দিলাম"।

News18
News18
কলকাতা শিলিগুড়ি মেট্রোপলিটন কলেজ, প্রতি বছরের মত এ বছর শুরু করেছে “west Bengal Motor Rally Competition”, এ বছরে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন কলেজের ছাত্র ছাত্রীরা অংশ গ্রহণ করেছে এই ৱ্যালিতে, সবার নজর ছিল কে এ বছর প্রথম হবে, কারণ গত কয়েক বছর এই কলেজের ছাত্র রাজা শিকদার পরপর প্রথম হয়েছে, কিন্তু রাজা শিকদার এই বছর অংশ গ্রহণ করেনি, তার পরিবর্তে অংশ গ্রহণ করে এই কলেজের ছাত্রী পূজা চৌধুরী, যার স্বপ্ন ছিল সে এই প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে নিজেকে সবার কাছে সেরা প্রমাণ করবে, কারণ পূজার জেদ ছিল সে প্রথম হবে, কিন্তু তার এই স্বপ্নে আশায় আগুন লাগলে যেমন দমকল জল ঢেলে নিভিয়ে দেয় ঠিক তেমনি পূজার স্বপ্নে সব আশায় জল ঢেলে নিভিয়ে দেয় প্রেম।
প্রেম এ বছর কলকাতা থেকে তার দিদির রুপলেখার অনুরোধে এই শিলিগুড়ির কলেজে ভর্তি হয়েছে, এই মোটর ৱ্যালি প্রতিযোগিতায় সে পূজাকে হারিয়ে প্রথম স্থান অর্জন করে, এখানে প্রেমের জিত ও পূজার হার হয়। পূজা কিছুতেই এই হারকে মেনে নিতে পারে না৷ পূজার মনে শুরু হয় বদলা নেওয়ার অঙ্ক, কারণ পূজা আজ পর্যন্ত যা চেয়েছে তাই পেয়েছে৷ অবিনাশ চৌধুরীর একমাত্র মেয়ে এই পূজা, আজ পর্যন্ত অবিনাশ চৌধুরী মেয়ের সব আশা তার সব চাহিদা পূরণ করেছে৷ কোনও কিছুর অভাব রাখেননি, এমন কী পূজার কোন কিছুর অভাব হয়নি৷ তাই পূজা এই হারকে মেনে নিতে পারছে না৷ পূজা মনে মনে নানারকম ফন্দি করে কী ভাবে এই হারের প্রতিশোধ নেবে৷  সে এমন শিক্ষা দিতে চায় যাতে প্রেম কোনদিন ভুলতে না পারে, শুরু হয় প্রতিশোধের হিসাব নিকাশ।
advertisement
পূজা দেখতে খুব সুন্দরী, কলেজের সব ছাত্র তার প্রেমে পাগল৷ সবাই পূজার প্রেমে পড়তে চায়৷ সবাই পূজার সাথে প্রেম করতে চায়, ভালবাসতে চায়, কিন্তু পূজা কাউকে পাত্তা দেয় না সে ভীষণ দেমাক ও জেদ নিয়ে থাকে৷ এদিকে কলেজের রাজা শিকদার পূজাকে ভালবাসে, কিন্তু রাজা কোনদিন পূজাকে তার মনের কথা ভালবাসার কথা বলতে পারেনি৷ এদিকে প্রেম কলেজে আসার পর ধীরে ধীরে সবার মনে পরিবর্তন আসে।
advertisement
advertisement
এই কলেজের আর এক ছাত্রী বৃষ্টি রাজাকে ভালবাসে, সে কথা বৃষ্টি কোনদিন রাজাকে বলতে পারেনি৷ যে যার ভালবাসার কথা নিজের মনের মধ্যে পাথর চাপা দিয়ে রেখেছে৷ যত দিন যায় সবার মন পাল্টাতে থাকে, যে পূজা একদিন প্রেমের উপর মোটর ৱ্যালি হারের বদলা নিতে চেয়েছিল, সেই পূজা কখন যে প্রেমের মনকে জয় করে নিয়েছে তা সে বুঝতেও পারেনি৷ নিজের অজান্তে সে প্রেমকে ভালবেসে ফেলে৷ এদিকে কলেজের ছাত্র রাহুল রাজাকে বলে পূজা কেমন যেন একটু একটু করে পাল্টে গেছে৷ পূজা প্রেমের প্রতি দুর্বল হয়ে পড়েছে, রাজা রাহুলের কথা শুনে নিজের মনের মধ্যে ভীষণ আঘাত পায়৷ রাজা রাহুলের কথা বিশ্বাস করে না, রাজা ঠিক করে সে এবার তার মনের কথা পূজাকে সব খুলে বলবে তার ভালবাসার কথা৷ রাজার মনে মনে ভয় হয় যদি পূজা মেনে না নেয়।
advertisement
এই নিয়ে চলে বন্ধুদের মধ্যে টানাপোড়েন, মনের মধ্যে একটা ঠান্ডা লড়াই। সবাই কি পারবে তাদের মনের কথা একে অপরকে বলতে। “এ মন তোকে দিলাম”- সত্যি এ মন কে কাকে দিল, আর কে কার মন জয় করল, এটা জানতে অবশ্যই দেখতে হবে “এ মন তোকে দিলাম”। ডিরেক্টর কঙ্কন ভট্টাচার্য ও প্রোডিউসার টলিউড ক্যাম্পাসের ছবি এ মন তোকে দিলামে অভিনয় করেছেন রোহন ভট্টাচার্য, রিত্তিকা সেন, সুজয় ঘোষ, বিশ্বজিৎ চক্রবর্তী, অঞ্জনা বাসু, রজতাভ দত্ত সহ আরও অনেকে৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
কে কাকে মন দিল? বড়লোকের মেয়ের মনে আঘত দিল কে? জেনে নিন পূজা-প্রেমের গল্প
Next Article
advertisement
'বন্ধু, রহো সাথে...' চোখের ঈশারাতেই ২৩ বছর পার! বুলি ফোটে না, তবু 'কথা' দিয়ে 'কথা' রেখেছেন উত্তম-উজ্জ্বলা
'বন্ধু, রহো সাথে..' চোখের ঈশারায় ২৩ বছর পার! বুলি ফোটে না, তবু কথা দিয়ে কথা রেখেছেন দম্পতি
  • ২৩ বছর ধরে কথা না বলেও ইশারায় সংসার চালাচ্ছেন উত্তম ও উজ্জ্বলা

  • শিলিগুড়িতে চা-বিস্কুট বিক্রি করে

  • প্রেম ও পাশে থাকার এ এক অনন্য নজির

VIEW MORE
advertisement
advertisement