Maitreyi Ramakrishnan-Khushi Kapoor : শ্রীদেবী-কন্যাকে প্রকাশ্যে বিয়ের প্রস্তাব হলিউড নায়িকার, মৈত্রেয়ী-খুশির প্রেমালাপে মজে নেটপাড়া

Last Updated:

Maitreyi Ramakrishnan-Khushi Kapoor : হলি ও বলি, নিছক মজার ছলে দুই তারকার কথোপকথন দেখে আপ্লুত নেটিজেনরা। দুই ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকাদের একান্ত বাক্যালাপ মনজয় করেছে সকলের।

মৈত্রেয়ী রামাকৃষ্ণন এবং খুশি কাপুর
মৈত্রেয়ী রামাকৃষ্ণন এবং খুশি কাপুর
মুম্বই: আর কিছু দিন পরেই নতুন অবতারে ধরা দেবেন শ্রীদেবী-কন্যা। জাহ্নবী কাপুরের ছোট বোন খুশি কাপুর পর্দায় নামার প্রস্তুতি নিচ্ছেন। মুক্তি পাবে জোয়া আখতারের ছবি ‘দ্য আর্চিস’। আর তারই আগে সোশ্যাল মিডিয়ায় নানা রূপে প্রকাশ্যে আসছেন খুশি। কখনও শাড়িতে, কখনও লং গাউনে, কখনও বা বিকিনিতে। তাঁর এই রূপে মুগ্ধ সাধারণ থেকে তারকারা।
advertisement
advertisement
সদ্য খুশির এক ছবিতে প্রশংসায় পঞ্চমুখ হলেন হলি তারকা। নেটফ্লিক্সের জনপ্রিয় ওয়েবসিরিজ ‘নেভার হ্যাভ আই এভার’ অভিনয় করেছেন মৈত্রেয়ী রামাকৃষ্ণন। ভারতীয় বংশোদ্ভূত এই নায়িকা ইতিমধ্যেই তাঁর অভিনয় দক্ষতায় সাড়া ফেলেছেন গোটা দুনিয়ায়। শ্রীদেবীর ছোট মেয়ের ছবি দেখে নিজের মুগ্ধতা প্রকাশ না করে পারলেন না মৈত্রেয়ী। তাই প্রকাশ্যেই বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন বলি তারকাকে।
advertisement
ফিকে নীল রঙের একটা শাড়িতে অপরূপ সেজেছিলেন খুশি। আর সেই ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। মৈত্রেয়ী সেই ছবির তলায় লেখেন, ‘আমার পাণিগ্রহণ করবে?’ অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় সরাসরি বিয়ের প্রস্তাব দিলেন মৈত্রেয়ী। তাঁর ঠাট্টার উপযুক্ত জবাবও দিলেন খুশি। তিনি লিখলেন, ‘তুমি প্রস্তুত হলেই…’ সঙ্গে হেসেও নেন নায়িকা।
advertisement
হলি ও বলি, নিছক মজার ছলে দুই তারকার কথোপকথন দেখে আপ্লুত নেটিজেনরা। দুই ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকাদের একান্ত বাক্যালাপ মনজয় করেছে সকলের।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Maitreyi Ramakrishnan-Khushi Kapoor : শ্রীদেবী-কন্যাকে প্রকাশ্যে বিয়ের প্রস্তাব হলিউড নায়িকার, মৈত্রেয়ী-খুশির প্রেমালাপে মজে নেটপাড়া
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement