Maitreyi Ramakrishnan-Khushi Kapoor : শ্রীদেবী-কন্যাকে প্রকাশ্যে বিয়ের প্রস্তাব হলিউড নায়িকার, মৈত্রেয়ী-খুশির প্রেমালাপে মজে নেটপাড়া
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Maitreyi Ramakrishnan-Khushi Kapoor : হলি ও বলি, নিছক মজার ছলে দুই তারকার কথোপকথন দেখে আপ্লুত নেটিজেনরা। দুই ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকাদের একান্ত বাক্যালাপ মনজয় করেছে সকলের।
মুম্বই: আর কিছু দিন পরেই নতুন অবতারে ধরা দেবেন শ্রীদেবী-কন্যা। জাহ্নবী কাপুরের ছোট বোন খুশি কাপুর পর্দায় নামার প্রস্তুতি নিচ্ছেন। মুক্তি পাবে জোয়া আখতারের ছবি ‘দ্য আর্চিস’। আর তারই আগে সোশ্যাল মিডিয়ায় নানা রূপে প্রকাশ্যে আসছেন খুশি। কখনও শাড়িতে, কখনও লং গাউনে, কখনও বা বিকিনিতে। তাঁর এই রূপে মুগ্ধ সাধারণ থেকে তারকারা।
advertisement
advertisement
সদ্য খুশির এক ছবিতে প্রশংসায় পঞ্চমুখ হলেন হলি তারকা। নেটফ্লিক্সের জনপ্রিয় ওয়েবসিরিজ ‘নেভার হ্যাভ আই এভার’ অভিনয় করেছেন মৈত্রেয়ী রামাকৃষ্ণন। ভারতীয় বংশোদ্ভূত এই নায়িকা ইতিমধ্যেই তাঁর অভিনয় দক্ষতায় সাড়া ফেলেছেন গোটা দুনিয়ায়। শ্রীদেবীর ছোট মেয়ের ছবি দেখে নিজের মুগ্ধতা প্রকাশ না করে পারলেন না মৈত্রেয়ী। তাই প্রকাশ্যেই বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন বলি তারকাকে।
advertisement
ফিকে নীল রঙের একটা শাড়িতে অপরূপ সেজেছিলেন খুশি। আর সেই ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। মৈত্রেয়ী সেই ছবির তলায় লেখেন, ‘আমার পাণিগ্রহণ করবে?’ অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় সরাসরি বিয়ের প্রস্তাব দিলেন মৈত্রেয়ী। তাঁর ঠাট্টার উপযুক্ত জবাবও দিলেন খুশি। তিনি লিখলেন, ‘তুমি প্রস্তুত হলেই…’ সঙ্গে হেসেও নেন নায়িকা।
আরও পড়ুন: চোখের জলে বিদায়! প্রয়াত বাবাকে কাঁধ দিলেন অঙ্কিতা, নেটিজেনদের চোখে পড়ল মায়ের হাসিমুখ! প্রবল কটাক্ষ
advertisement
হলি ও বলি, নিছক মজার ছলে দুই তারকার কথোপকথন দেখে আপ্লুত নেটিজেনরা। দুই ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকাদের একান্ত বাক্যালাপ মনজয় করেছে সকলের।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 13, 2023 4:46 PM IST