• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • NETIZENS CLAIMED THAT VIRAT KOHLI AND BOBBY DEOL WHERE PARTS OF NETFLIX WEB SERIES MONEY HEIST 5 SWD

Money Heist: 'মানি হাইস্ট ৫'-এ অভিনয় করেছেন বিরাট কোহলি ও ববি দেওল? দর্শকদের অবাক দাবিতে নেটদুনিয়া সরগরম

 • Share this:

  #মুম্বই: ইন্টারনেটে এখন ট্রেন্ডিং নেটফ্লিক্সের (Netflix) ওয়েব সিরিজ মানি হাইস্ট (Money Heist)। এই স্প্যানিশ ওয়েব সিরিজ ভারতীয় দর্শকদের কাছে বিপুল জনপ্রিয়তা পেয়েছে। দেড় বছরের বেশি সময় ধরে দর্শকরা পরবর্তী সিজনের অপেক্ষা করেছিলেন। অবশেষে গত ৩ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে মানি 'হাইস্ট সিজন ৫'-এর প্রথম অংশ। তারপর থেকেই এই ওয়েব সিরিজ নিয়ে দর্শকদের উত্তেজনা তুঙ্গে।

  কিন্তু এই স্পানিশ ওয়েব সিরিজে একটি মজার বিষয় ঘটেছে। এমন একজন অভিনেতাকে দেখা গিয়েছে যিনি বলিউড তারকা ববি দেওল নাকি ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি, তা বুঝে উঠতে পারছেন না দর্শকরা। অবাক হওয়ার মতোই বিষয়। এমন একজন অভিনেতাকে দেখা গিয়েছে যার সঙ্গে ভারতের এই দুই তারকার চেহারার ব্যাপক সাদৃশ্য রয়েছে। আর তাই নেটিজেনরা মজা করে লিখেছেন, মানি হাইস্টে তাঁরা বিরাট কোহলিকে অভিনয় করতে দেখেছেন। আবার কেউ বলছেন, "ওটা বিরাট নয়, ববি দেওল"।

  আরও পড়ুন- শ্বাস নেওয়ার জায়গা নেই ! গোলাগুলি, রক্তের মাঝে গতিহীন 'মানি হাইস্ট'

  এমনিতেই এই স্প্যানিশ ওয়েব সিরিজের ভারতীয় অনুরাগীর সংখ্যা গুনে শেষ করা যায় না। ইতিমধ্যেই সিরিজটি দেখে ফেলেছেন অনেকে। আর বিরাট কোহলি ও ববি দেওলের মতো দেখতে অভিনেতা কে দেখে তাঁরা আরো খুশি। এই ওয়েব সিরিজে সবচেয়ে কাঙ্খিত চরিত্র গুলির মধ্যে একটি হল 'প্রফেসর'। বেশ কয়েকদিন আগেই ট্রেলারে দেখা গিয়েছিল প্রফেসরকে বন্দি করেছেন গোয়েন্দা দফতরের অ্যালিসিয়া সিয়েরা। তারপর থেকেই দর্শকদের প্রশ্ন ছিল, কিভাবে মুক্তি পাবে প্রফেসর।

  গতবারের সিজনে অন্যতম জনপ্রিয় চরিত্র নাইরোবিকে হত্যা করা হয়। সেই চরিত্রটি মারা যাওয়ায় নেটিজেন হতাশা প্রকাশ করেছিল। এই সিজনটিও শেষ মুহূর্তে মন ভার করে দেয়। তবে এবারে অ্যাকশন দৃশ্যগুলি ছিল দেখার মতো। কিন্তু শেষ পর্যন্ত হাইস্ট কি সফল হয়? সেটা দেখা যাবে এই সিজনের দ্বিতীয় অংশে। আগামী ডিসেম্বরে মুক্তি পাবে সেই অংশ।

  Published by:Swaralipi Dasgupta
  First published: