সোশ্যাল মিডিয়ার অনুপ্রেরণা ! অক্ষয় থেকে আলিয়া-সহ ভারতীয় তারকাদের নাম ফোর্বসে

Last Updated:

ফোর্বসের তালিকায় ভারতীয় শিল্পীদের জয়জয়াকার৷ ফোর্বসের (Forbes) বিচারে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে প্রভাবশালী সেলিব্রিটিদের তালিকায় স্থান পেলেন কয়েকজন ভারতীয় তারকা।

#মুম্বই:  ফোর্বসের তালিকায় ভারতীয় শিল্পীদের জয়জয়াকার৷ ফোর্বসের (Forbes) বিচারে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে প্রভাবশালী সেলিব্রিটিদের তালিকায় স্থান পেলেন কয়েকজন ভারতীয় তারকা।  এই তারকাদের তালিকায় আছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, অক্ষয় কুমার, রণবীর সিং, আলিয়া ভাট এবং হৃতিক রোশন৷ এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সোশ্যাল মিডিয়ায় ফোর্বসের সবচেয়ে প্রভাবশালী সেলিব্রিটির তালিকায় স্থান পেয়েছেন ক্যাটরিনা কাইফ, অনুষ্কা শর্মা, জ্যাকলিন ফার্নান্ডেজ, শাহিদ কাপুর, মাধুরী দীক্ষিত ছাড়াও গায়িকা শ্রেয়া ঘোষাল ও নেহা কক্কর৷
রয়েছে আন্তর্জাতিক তারকাদের নামও৷ এই তালিকায় আছেন হাগ জ্যাকম্যান, দক্ষিণ কোরিয়ার মহিলা ব্যান্ড ব্ল্যাকপিঙ্ক, ব্যান্ড বিটিএস, অভিনেতা-গায়ক জে ছু, লি মিন-হো এবং অভিনেত্রী মাহিরা খান, পাকিস্তানী গায়ক আতিফ আসলাম, ত্রয়ে শিভান সহ অন্যান্যরা।
এই তালিকায় এরপরই আছেন শাহরুখ খান ও মাধুরী দীক্ষিতও। দু'জনের সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার সংখ্যা যথাক্রমে ১০৭ মিলিয়ন ও ১৩১ মিলিয়ন।  তালিকায় অক্ষয় কুমার একমাত্র ভারতীয় অভিনেতা যিনি ২০২০সালের ফোর্বসের সেরা ১০ সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া অভিনেতার তালিকায় ১০ নম্বরে রয়েছেন। ভারতের করোনা ত্রাণে ৪ মিলিয়ন ডলার অনুদান দিয়েছিলেন।  বিগ বি প্রসঙ্গে ফোর্বস জানিয়েছে, ‘এই কিংবদন্তী ২০০টির বেশি সিনেমা করেছেন, এই মে মাসে তিনি ১০ কোটি ৭০ লক্ষ ফলোয়ার অর্জন করেছেন৷ কোভিড-১৯ ত্রাণে তিনি ৭০ লক্ষ মার্কিন ডলার দিয়ে সহায়তা করেছেন তিনি। ।
advertisement
advertisement
মে মাসে ফেসবুক লাইভে “আই ফর ইন্ডিয়া” কনসার্টে অংশ নিয়েছিলেন অভিনেতা অক্ষয় কুমার ও হৃত্বিক রোশন৷ এই লাইভ থেকে করোনাভাইরাসের অনুদান হিসাবে ৫২০ মিলিয়ন টাকা ওঠে।
১০০ জন ডিজিটাল তারকাদের তালিকায় ফোর্বস এশিয়া এমন কয়েকজনের কীর্তিদের তুলে ধরেছে যারা করোনার কারণে অনুষ্ঠানে নিষেধাজ্ঞা সত্ত্বেও ভক্তদের সাথে যোগাযোগ, সচেতনতা বা অনুপ্রাণিত করতে এবং করোনা ত্রাণের মতো বিষয়ে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ ছিলেন। তালিকাটি কোনও র‌্যাঙ্কিং ছাড়াই প্রকাশ করা হয়েছে।
advertisement
Simli Dasgupta
বাংলা খবর/ খবর/বিনোদন/
সোশ্যাল মিডিয়ার অনুপ্রেরণা ! অক্ষয় থেকে আলিয়া-সহ ভারতীয় তারকাদের নাম ফোর্বসে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement