Home /News /entertainment /
বিয়ে করলেন নেহা ধুপিয়া-অঙ্গদ বেদি

বিয়ে করলেন নেহা ধুপিয়া-অঙ্গদ বেদি

Image Courtesy: Twitter

Image Courtesy: Twitter

বিয়ের মতোই নিজেদের সম্পর্কও গোপন রেখেছিলেন নেহা-অঙ্গদ ।

 • Share this:

  #দিল্লি: বলিউড যখন কাপুর-আনন্দ আহুজার বিয়ে নিয়ে ব্যস্ত, তখনই  নীরবে বিয়ে সেরে ফেললনে আরও এক বলি কাপল । নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদি। টুইটারে ছবি পোস্ট করেই বিয়ের খবর জানালেন তাঁরা ।

  বৃহস্পতিবার দিল্লির এক গুরুদ্বারে শিখরীতি মেনে বিয়ে পর টুইটারে বিয়ের অনুষ্ঠানের ছবি পোস্ট করে নেহা লেখেন, জীবনের সেরা সিদ্ধান্ত । আজ আমার প্রিয় বন্ধুকে বিয়ে করলাম । হ্যালো, হাজব্যান্ড অঙ্গদ বেদি।

  Image Courtesy: Twitter Image Courtesy: Twitter

  অন্যদিকে অঙ্গদ লেখেন, প্রিয় বন্ধু এখন আমার স্ত্রী । হ্যালো, মিসেস বেদী ।

  Image Courtesy: Twitter Image Courtesy: Twitter

  আরও পড়ুন: বিরুষ্কার স্টাইলে বিয়ের পর প্রথম ছবি পোস্ট করলেন সোনম-আনন্দ বিয়েতে নেহা পরেছিলেন সফট পিঙ্ক লেহঙ্গা, সঙ্গে সোনার গয়না ও মাঙ্গটিকা । নেহার সঙ্গে রং মিলিয়ে শেরওয়ানির সঙ্গে মাথায় গোলাপি পাগড়ি পরেছিলেন অঙ্গদ ।

  নেহা-অঙ্গদের ছবি টুইট করে শুভেচ্ছা জানান করণ জোহরও । করণ লেখেন, আমার খুব কাছের বন্ধু ও ভালবাসার মানুষ নেহা আজ বিয়ে করলেন প্রতিভাবান অঙ্গদ বেদিকে । কামনা করি, নিঃস্বার্থ ভালবাসা ওদের দশকের পর দশক একসঙ্গে বেঁধে রাখুক ।

  Image Courtesy: Twitter Image Courtesy: Twitter

  karan

  বিয়ের মতোই নিজেদের সম্পর্কও গোপন রেখেছিলেন নেহা-অঙ্গদ ।

  First published:

  Tags: Angad Bedi, Karan johar, Neha dhupia

  পরবর্তী খবর