Negative: শ্যুটিং শেষ হল ‘নেগেটিভ’-এর; রূপম ইসলামের টাইটেল ট্র্যাক নিয়ে উচ্ছ্বসিত স্বয়ং পরিচালক, ছবিতে সম্পূর্ণ অন্য এক অবতারে ধরা দেবেন কোন অভিনেত্রী?

Last Updated:

ধাগা প্রোডাকশন, A4J ফিল্মসের এই ছবিতে বিশ্বকর্মার চরিত্রে অভিনয় করেছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। আর মালার চরিত্রে দেখা যাবে দেবলীনা দত্তকে।

কলকাতা: আজকের দিনে দাঁড়িয়ে একজন শিল্পী ঠিক কতটা স্বাধীন? এই প্রশ্ন বারবার ওঠে। বিশ্বকর্মা পেশায় ফটোগ্রাফার। কিন্তু তাঁর নান্দনিক বোধের কদর করে না আশপাশের মানুষ। ফলে কাজও জোটে না। শুধু মৃত মানুষের ছবি তুলতেই ডাক পড়ে তাঁর। সংসারে চূড়ান্ত অর্থকষ্ট।
সংসারের হাল ধরেছেন বিশ্বকর্মার স্ত্রী মালা। কারখানায় কাজ করেন তিনি। কোনও রকমে জোটান দু’বেলার অন্ন। তবে স্বামীর প্রতি কোনও রাগ বা আক্ষেপ নেই তাঁর। বরং এক ধরনের সম্মান মেশানো মমত্ববোধ আছে। এদিকে ক্রমশ একাকীত্বে ভুগতে শুরু করে বিশ্বকর্মা।
advertisement
advertisement
এভাবে আর কত দিন। একটা সময় চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই হয়। বিশ্বকর্মা আর মালা সেই অনভিপ্রেত সিদ্ধান্তটা নিয়েই নেন। এরপর কী? কী হবে তাঁদের পরিণতি? নিজের শিল্পবোধ নিয়ে ফের উঠে দাঁড়াতে পারবেন বিশ্বকর্মা? সেই গল্পই বলবে ‘নেগেটিভ’।
শান্তনু নাথের লেখায় অসহায় শিল্পীর জীবনের ঘাত প্রতিঘাতই উঠে এসেছে গল্পে। যাকে দক্ষতার সঙ্গে পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন পরিচালক বাপ্পা। আর এই ছবিটির শ্যুটিংই শেষ করলেন তিনি। ধাগা প্রডাকশন, A4J ফিল্মসের এই ছবিতে বিশ্বকর্মার চরিত্রে অভিনয় করেছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। আর মালার চরিত্রে দেখা যাবে দেবলীনা দত্তকে। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন শ্রীলেখা মিত্র, রানা বসু ঠাকুর, শান্তনু নাথ, রিমি দেব, খালেদ মেহমূদ তূর্জো।
advertisement
আর ‘নেগেটিভ’-এর প্রধান আকর্ষণ হতে চলেছে এর গান। টাইটেল ট্র্যাকটি গেয়েছেন রূপম ইসলাম। এছাড়া ছবির আরও দু’টি গান গেয়েছেন জোজো এবং সোমলতা আচার্য্য। তবে নিজের ছবিতে রূপমের গান নিয়ে যারপরনাই উচ্ছ্বসিত পরিচালক বাপ্পা। শুধু উচ্ছ্বসিতই নন, উত্তেজিতও বটে! একসময় রূপমের ভক্ত ছিলেন তিনি। আজ সেই রূপম তাঁর ছবিতে গান গেয়েছেন। বাপ্পার কাছে পুরো বিষয়টা একটা স্বপ্নের মতো। তিনি বলছেন, “কিছু বলার মতো ভাষা নেই। স্বপ্ন সত্যি হল। যে মানুষটাকে এক ঝলক দেখব বলে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছি, তিনি আজ আমার ছবিতে গান করলেন। মনে হয় আজ রাতে ঘুমোতেই পারব না। হয়তো অনেক রাত জেগে থাকার প্রাপ্তি পেলাম আজ। আমি ভাগ্যবান। গুরুর আশীর্বাদ পেলাম। আরও উন্মাদনা পেলাম ভাল কাজ করার।” এরপরই বাপ্পার গলায় ঝরে পড়ল এক ভক্তের আকুতি, “ভালবাসা দিয়েই কেটে যাবে বাকি জীবনটা। এই গান না থাকলে আমার কোনও স্বপ্নই পূর্ণতা পেত না।”
advertisement
এখানেই শেষ নয়, ছবিটিতে আরও একটা চমক রয়েছে। কারণ সম্পূর্ণ অন্য এক অবতারে দেখা যাবে অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে। আসলে এই ছবিতে থাকবে তাঁর আইটেম ডান্স। জোজোর গলায় ‘কানাঘুষো খবর আছে’ গানে নাচ করতে দেখা যাবে শ্রীলেখাকে। এছাড়া সোমলতার ‘মন বোঝা কি এতই সহজ বল’ অবশ্য নিখাদ প্রেমের গান। ‘নেগেটিভ’-এর শিল্প নির্দেশক নীল কৌশিক। ছবির চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন অপু মুখোপাধ্যায়, সঙ্গীত পরিচালনা করেছেন সৌম্য ঋত এবং সম্পাদনার দায়িত্বে রয়েছেন সায়ন্তন নাগ।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Negative: শ্যুটিং শেষ হল ‘নেগেটিভ’-এর; রূপম ইসলামের টাইটেল ট্র্যাক নিয়ে উচ্ছ্বসিত স্বয়ং পরিচালক, ছবিতে সম্পূর্ণ অন্য এক অবতারে ধরা দেবেন কোন অভিনেত্রী?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement