তীব্র গরম থেকে বাঁচতে জেনারেল কামরার টিকিট কেটেই এসি কামরায় যাত্রা ! তারপর যা হল…

Last Updated:

Indian Railways: প্রথমেই চেকিংয়ের সময় শাস্তিস্বরূপ জরিমানার মুখে পড়তে হচ্ছে সেইসব যাত্রীকে। বিষয়টা এখানেই থেমে থাকছে না। বরং জরিমানা দেওয়ার পরেও তাঁদের মাঝপথেই ট্রেন থেকে নামিয়ে দেওয়া হচ্ছে।

তীব্র গরম থেকে বাঁচতে জেনারেল কামরার টিকিট কেটেই এসি কামরায় যাত্রা ! তারপর যা হল… (Representative Image)
তীব্র গরম থেকে বাঁচতে জেনারেল কামরার টিকিট কেটেই এসি কামরায় যাত্রা ! তারপর যা হল… (Representative Image)
নয়াদিল্লি: দেশের বিভিন্ন প্রান্ত জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। যার জেরে ট্রেনের স্লিপার এবং জেনারেল কামরায় ভ্রমণ করা রীতিমতো অসহনীয় হয়ে উঠছে। ফলে আরামে যাতায়াত করার জন্য অনেক যাত্রীই জেনারেল কামরার টিকিট কেটে উঠে পড়ছেন এসি কামরাগুলিতে। আর সেই কারণে তাঁরা জোড়া বিপাকে পড়ছেন। কীরকম?
প্রথমেই চেকিংয়ের সময় শাস্তিস্বরূপ জরিমানার মুখে পড়তে হচ্ছে সেইসব যাত্রীকে। বিষয়টা এখানেই থেমে থাকছে না। বরং জরিমানা দেওয়ার পরেও তাঁদের মাঝপথেই ট্রেন থেকে নামিয়ে দেওয়া হচ্ছে। আর এভাবেই ভারতীয় রেল এই ধরনের যাত্রীদের কাছ থেকে প্রায় তিন লক্ষেরও বেশি টাকা জরিমানা সংগ্রহ করেছে। এর পাশাপাশি বিনা টিকিটে ভ্রমণ করার অভিযোগে ধরা পড়া যাত্রীদের কাছ থেকে রেকর্ড পরিমাণ ১.৫৪ কোটি টাকা জরিমানা নেওয়া হয়েছে।
advertisement
advertisement
পূর্ব মধ্য রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সরস্বতী চন্দ্র বলেন, বিনা টিকিটে ভ্রমণ এবং ভ্রমণের সময় অনিয়ম করা যাত্রীদের ধরপাকড় করার জন্য এক বিশেষ অভিযান চালানো হয়েছিল। পূর্ব মধ্য রেলওয়ের ২৬৮টি এসি কামরাবিশিষ্ট মেল অথবা এক্সপ্রেস ট্রেন যাতায়াত করে। সেখানেই অভিযান চালানো হয়েছে। অনিয়ম করে যাতায়াত করার অভিযোগে ৫২১ জন যাত্রীকে জরিমানা করে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়েছে। এভাবে প্রায় ৩ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা সংগ্রহ করেছে রেল।
advertisement
রেলের ওই বিশেষ অভিযানে নিযুক্ত করা হয়েছিল ১০১৮ জন টিকিট পরীক্ষক, সদর দফতর এবং বিভাগের কমার্শিয়াল ডিপার্টমেন্টের আধিকারিক এবং রেলওয়ে সুরক্ষা বাহিনী ও অফিসের অতিরিক্ত কর্মচারীদের। প্রায় সকল প্রধান স্টেশনগুলিতে এবং দানাপুর, সোনপুর, সমস্তিপুর, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এবং ধানবাদ ডিভিশনের ট্রেনগুলিতে এই বিশেষ অভিযান চলেছিল।
advertisement
ওই অভিযানে বিনা টিকিটে যাত্রা করা প্রায় ২১,২৭০ জন যাত্রীকে ধরা হয়েছিল। এর মধ্যে আবার ৫২১ জন যাত্রীর বিরুদ্ধে কোনও রকম অনুমোদন ছাড়াই এসি কামরায় ভ্রমণ করার অভিযোগ উঠেছে। আর এই সমস্ত যাত্রীদের কাছ থেকে ১.৫৪ কোটি টাকার রেকর্ড পরিমাণ অর্থ সংগ্রহ করা হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
তীব্র গরম থেকে বাঁচতে জেনারেল কামরার টিকিট কেটেই এসি কামরায় যাত্রা ! তারপর যা হল…
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement