Rishi Kapoor-Neetu Kapoor: ঋষির মৃত্যুবার্ষিকীতে দুজনের ছবি পোস্ট করলেন নীতু, কমেন্ট করলেন মেয়ে ঋদ্ধিমা
- Published by:Salmali Das
- trending desk
Last Updated:
Rishi Kapoor-Neetu Kapoor: মৃত্যুবার্ষিকীতে ঋষি কাপুরের সঙ্গে ছবি শেয়ার করলেন নীতু কাপুর। ২০২০ সালের ৩০ এপ্রিল প্রয়াত হন কিংবদন্তী বলি অভিনেতা। মঙ্গলবার স্মৃতির সরণি বেয়ে পুরনো দিনের কথা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন নীতু।
মুম্বইঃ মৃত্যুবার্ষিকীতে ঋষি কাপুরের সঙ্গে ছবি শেয়ার করলেন নীতু কাপুর। ২০২০ সালের ৩০ এপ্রিল প্রয়াত হন কিংবদন্তী বলি অভিনেতা। মঙ্গলবার স্মৃতির সরণি বেয়ে পুরনো দিনের কথা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন নীতু। সঙ্গে ছোট বার্তাও দিয়েছেন। লিখেছেন, “ঋষির মৃত্যুর পর জীবন আর আগের মতো নেই”।
আরও পড়ুনঃ দিদি প্রিয়াঙ্কা এবং পরিণীতির সঙ্গে সম্পর্কের সমীকরণটা ঠিক কেমন? তাঁদের কি ঝগড়া-ঝামেলা রয়েছে? জবাবে বিস্ফোরক তথ্য সামনে আনলেন মান্নারা চোপড়া
ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ঋষি কাপুরের সঙ্গে তাঁর একটি ছবি পোস্ট করেছেন নীতু। ছবিতে দুজনকেই পোজ দিতে দেখা যাচ্ছে। খুব হাসছেন তাঁরা। এই ছবি পোস্ট করতেই কমেন্ট করতে শুরু করেন নেটিজেনরা। একজন লিখেছেন, “আপনাকে মিস করছি ঋষিজি”। আরেক অনুরাগীর মন্তব্য, “কিছু গল্প কখনও ফুরোয় না। ঋষি কাপুরের ছবি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ নীতুজি”। কমেন্টে হার্ট ইমোজি দিয়েছেন নীতু-ঋষির কন্যা ঋদ্ধিমা।
advertisement
advertisement
advertisement
৩০ এপ্রিল কিংবদন্তী অভিনেতা ঋষি কাপুরের চতুর্থ মৃত্যুবার্ষিকী। ২০২০ সালের এই দিনে লিউকেমিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। ডাক নাম চিন্টু। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিও তাঁকে আদর করে এই নামেই ডাকত। রাজ কাপুরের ‘মেরা নাম জোকার’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন ঋষি। মিষ্টি ব্যক্তিত্ব আর ক্যারিশ্মাটিক অভিনয় দিয়ে খুব অল্প সময়ের মধ্যে জয় করে নেন দর্শক হৃদয়। তাঁর শেষ ছবি ‘শর্মাজি নমকিন’। এই দিনে শুধু নীতু নয়, ঋষি কাপুরের সেরা সিনেমা, আইনকনিক গান এবং স্মরণীয় সংলাপ-সহ তাঁর বর্ণাঢ্য কেরিয়ারের নানা দিক স্মরণ করছেন অগণিত অনুরাগীরা।
advertisement
১৯৮০ সালে সহ অভিনেত্রী নীতু সিংয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন ঋষি কাপুর। দু’জনে একসঙ্গে ‘অমর আকবর অ্যান্টনি’, ‘কভি কভি’, ‘খেল খেল মে’ সহ বেশ কিছু ছবিতে কাজ করেছেন। ঋষি এবং নীতুর দুই সন্তান, অভিনেতা রণবীর কাপুর এবং ডিজাইনার ঋদ্ধিমা কাপুর সাহানি।
একটি সাক্ষাৎকারে তাঁদের বিয়ের গল্প বলেছিলেন নীতু। দু’জনে ডিনার ডেটে গিয়েছিলেন। সেখানে নীতুকে ঋষি জিজ্ঞেস করেন, এত সিনেমায় সাইন করছ। বিয়ে করবে না”? তাঁরা প্রেম করছিলেন ঠিকই কিন্তু বিয়ের কথা ভাবেননি। উত্তরে নীতু বলেন, “বিয়ের জন্য ছেলে কোথায়”? তখন ঋষি বলে ওঠেন, “তাহলে আমি কে”?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 30, 2024 4:18 PM IST