Alia Bhatt-Ranbir Kapoor Wedding: 'হবু বউমা আলিয়া ঠিক কেমন?' বিয়ের আগেই মুখ খুললেন শাশুড়ি মা নীতু কাপুর

Last Updated:

Alia Bhatt-Ranbir Kapoor Wedding: বিয়ের আগেই আলিয়াকে নিয়ে মুখ খুললেন নীতু কাপুর ! ভাইরাল ভিডিও

#মুম্বই:  বলিউডে এখন একটাই চর্চা আলিয়া রণবীরের বিয়ে। আরকে হাউসের সামনে সব সময় পাপারাৎজিদের ভিড়। আজ সঙ্গীতের আসরে উপস্থিত ছিলেন করিনা কাপুর খান থেকে শুরু করে করণ জোহরের মতো অনেকেই। সে সব ভিডিও, ছবি দিনভর সামনে এসেছে। ভিকি-ক্যাটের বিয়ের মতো সব কিছু গোপন না করলেও, একটা আড়াল রেখেই হচ্ছে বিয়ে। নববর্ষের দিনেই বিয়ের পিঁড়িতে বসবেন আলিয়া রণবীর।
অন্যদিকে ঋষি কাপুরের মৃত্যুর পর ফের নিজের কাজ শুরু করেছেন নীতু কাপুর। একাকিত্ব কাটাতেই কাজে ফিরেছেন তিনি। একটি রিয়ালিটি শোয়ের বিচারকের আসনে দেখা যাবে তাঁকে। তার মাঝেই ছেলের বিয়ে। ভীষণ ব্যস্ত এখন তাঁরা। আলিয়া ও রণবীরের জন্য ইতিমধ্যেই এসে গিয়েছে ডিজাইনার পোশাক। শুরু হয়ে গিয়েছে বিয়ের নিয়ম। তবে সে সব ছবি এই মুহূর্তে মিডিয়ার সামনে আনতে চান না তাঁরা। কিন্তু হবু বউমা আলিয়াকে ঠিক কী চোখে দেখেন শাশুড়ি মা নীতু কাপুর?
advertisement
advertisement
advertisement
সঙ্গীতের আসরে যোগ দেওয়ার আগে নিজেই সে কথা জানান মিডিয়াকে। তাঁকে প্রশ্ন করা হয়, আলিয়া কেমন? ছেলের বউ হিসেবে কতটা যোগ্য? নীতু জানান, আলিয়া ভীষণ কিউট, মিষ্টি একটা মেয়ে। এই পৃথিবীর সব থেকে ভাল মেয়ে। সেই সঙ্গে গলা মেলান রণবীরের দিদিও। বলেন, আলিয়ার মতো মিষ্টি মেয়ে হয় না। ও তো একটা ছোট্ট পুতুলের মতো মিষ্টি মেয়ে।
advertisement
ননদ ও শাশুড়ি মায়ের প্রশংসা আগেই পেয়ে গেলেন আলিয়া। এবার নতুন সংসার শুরু করার পালা আলিয়া-রণবীরের। পুরনো সব কিছু ভুলে নতুন পথে হাঁটবেন এই জুটি। বিয়ের পর কোথায় হানিমুন হবে, আপাতত সব কিছুই প্লান করা হয়ে গিয়েছে। শুধু মাত্র সামনে আসার বাকি। তবে সঙ্গীতের আসরে নজর কাড়া সাজে মন কেড়েছেন নীতু কাপুর। ঋষি কাপুরের মৃত্যুর পর ফের একবার এই পরিবারে খুশির পরিবেশ ফিরে এসেছে। সবটাই হয়েছে আলিয়ার জন্য।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Alia Bhatt-Ranbir Kapoor Wedding: 'হবু বউমা আলিয়া ঠিক কেমন?' বিয়ের আগেই মুখ খুললেন শাশুড়ি মা নীতু কাপুর
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্যে শীতের আমেজ, আগামী ক’দিনে সামান্য বাড়তে পারে তাপমাত্রা
রাজ্যে শীতের আমেজ, আগামী ক’দিনে সামান্য বাড়তে পারে তাপমাত্রা
  • রাজ্যে শীতের আমেজ

  • আগামী ক’দিনে সামান্য বাড়তে পারে তাপমাত্রা

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement