Abhishek Chatterjee-Trina Saha: দুই বাবাকে নিয়েই খুশি তৃণা সাহা! অভিষেক চট্টোপাধ্যায়ের মেয়ে তিনি হতে চাননি ! বিতর্কে সাফ জবাব নায়িকার

Last Updated:

Abhishek Chatterjee-Trina Saha: প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের স্ত্রী সংযুক্তার সঙ্গে পরোক্ষভাবে বিতর্কে জড়ান তৃণা সাহা! সাফ জবাব নায়িকার...

#কলকাতা: কিছুদিন আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে টলিউডের জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের। তার পর থেকেই অনেক কিছু সামনে এসেছে। অভিনেতার শোকের ছায়া যেমন পড়েছে গোটা টলিউডে। তেমনই বেশ কিছু কথাও সামনে এসেছে অভিনেতার মৃত্যুর পর। যদিও সে সব কথাকে ভিত্তিহীন বলেছেন অভিনেতার স্ত্রী সংযুক্তা।
কিছুদিন আগে মুক্তি পেয়েছে প্রয়াত অভিনেতার শেষ ছবির ট্রেলার। আর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায় ও তাঁর মেয়ে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিষেকের রিল লাইফের কন্যা তৃণা সাহাও। সেই অনুষ্ঠানে তৃণা বলেছিলেন যে তাঁর পর্দার ড্যাডি মানে অভিষেক চট্টোপাধ্যায় চাইতেন যে তাঁর মেয়ে ডল বড় হয়ে তৃণার মতোই হয়ে উঠবেন। কিন্তু এ কথা মেনে নেননি। অভিষেক চট্টোপাধ্যায়ের স্ত্রী।
advertisement
তিনি সোশ্যাল মাধ্যমে লেখেন, আমাদের সন্তানকে আমরা খুব ভালবাসি। সে অন্য কারও মতো হোক চাইতেন না অভিষেক। ডল ওর মতোই হবে। ব্যস এই মন্তব্যের পর থেকেই শুরু হয় চর্চা। নাম না করেই সংযুক্তা জবাব দেন তৃণার বক্তব্যের। তবে চুপ থাকলেন না তৃণাও।
advertisement
সম্প্রতি একটি সাক্ষাৎকারে তৃণা জানিয়েছেন, ‘কাজ করতে করতে সকলের সঙ্গে ব্যক্তিগত একটা সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু আমি কখনোই অভিষেক দার মেয়ে হয়ে ওঠার চেষ্টা করিনি। আমরা একসঙ্গে লাঞ্চ করতাম মানে এই নয় যে আমি অভিষেকদার মেয়ে হয়ে গেছিলাম। আমার নিজের বাবা রয়েছেন। শ্বশুরমশাই আছেন। আমার দুজন বাবাকে নিয়ে আমি খুব খুশি।’ এবং তৃণা এও বলেন বাবা মা তাঁদের সন্তানকে যেভাবে ভালবাসবেন, তা আর কাউকে বাসতে পারবেন না। সন্তানের জায়গা কেউ নিতে পারে না।
advertisement
এই মন্তব্য করে তৃণাও সাফ জবাব দিয়ে দেন। বিয়ের পর তৃণার এখন দুই বাবা। নিজের এবং নীলের বাবা। তাঁদের মেয়ে হয়েই খুশি তৃণা। আপাতত এই সব ঝামেলা বা মন্তব্যের লড়াইতে পড়তে চান না নায়িকা। কাজ এবং নিজের জীবন নিয়েই ব্যস্ত থাকতে চান তৃণা। সামনেই সিনেমার শ্যুটিং চলবে তাঁর। অরিন্দম শীলের ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন তৃণা।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Abhishek Chatterjee-Trina Saha: দুই বাবাকে নিয়েই খুশি তৃণা সাহা! অভিষেক চট্টোপাধ্যায়ের মেয়ে তিনি হতে চাননি ! বিতর্কে সাফ জবাব নায়িকার
Next Article
advertisement
Durga Puja 2025: দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
  • দূর্গাপুজো উপলক্ষে যাত্রীদের ব্যাপক ভিড়ের ঠিক আগে যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা আরও শক্তিশালী করার লক্ষ্যে শিয়ালদহ বিভাগ এই বিশেষ ‘ওয়ার রুম’-এর প্রাথমিক ধাপ সফলভাবে চালু করেছে। এই পদক্ষেপ শিয়ালদহ বিভাগের দৃঢ় প্রতিশ্রুতি প্রকাশ করছে যাতে উৎসবের সময় প্রতিটি যাত্রীর যাত্রা হয় সুরক্ষিত ও নির্বিঘ্ন।

VIEW MORE
advertisement
advertisement