Urfi Javed's Viral Video: অর্ন্তবাস পরে, দু'হাত তুলে বিমান বন্দরে দাঁড়িয়ে উরফি জাভেদ ! ঘটল অঘটন ! ভাইরাল ভিডিও

Last Updated:

Urfi Javed's Viral Video: ফের বিমান বন্দরে ভয়ানক কাণ্ড ঘটালেন উরফি জাভেদ ! মুহূর্তে ভাইরাল ভিডিও

#মুম্বই:  উরফি জাভেদ । বলিউডে এই নাম এখন সকলের মুখে মুখে ঘোরে। ছোট পর্দায় অভিনয় করেছেন উরফি। এছাড়াও বিগবসের ঘরে লড়াকু প্রতিযোগী ছিলেন তিনি। তবে এই সব কিছুর থেকে বেশি নজর কাড়ে উরফির পোশাক। প্রায় প্রতিদিন নানা রকম পোশাক পরে রাস্তায় বেরিয়ে পড়েন তিনি। আর সেই পোশাক নিয়ে হয় তুমুল চর্চা। কখনও দেখা যায় বুকে সামান্য একটা সুতো আটকে, আবার কখনও সেফটিপিনের পোশাক পরে, খোলা শরীরে রাস্তায় বা শপিংমলে কিংবা বিমানবন্দরে ঘুরছেন নায়িকা। তাঁকে এই সব পোশাকে দেখতে পেলেই ভিড় জমান পাপারাৎজিরা। সাধারণ মানুষও ছুটে আসেন। মোট কথা উরফি জানেন কী ভাবে খবরে থাকতে হয়!
উরফি জানেন কী করলে তাঁকে নিয়ে চর্চা হবে। নিজেকে ইনস্টাগ্রাম স্টার বলেন তিনি। বলিউডের অনেকেই নানা সময় উরফির পোশাক নিয়ে সমালোচনা করেছেন। কাশ্মীরা শাহর সঙ্গে তো প্রায় লড়াই লেগে যাচ্ছিল তাঁর। তবে কে বললো, তাতে কেয়ার করার মানুষ উরফি নন। আর তাই জন্যই তিনি বোল্ড, সাহসী। শুধু পর্দায় নয়, রাস্তাঘাটেও সাহসী রূপে ধরা দেন তিনি।
advertisement
View this post on Instagram

A post shared by Urrfii (@urf7i)

advertisement
advertisement
ফের একবার ভাইরাল হল উরফির একটি ভিডিও। বিমান বন্দরে উরফি ফের পরে গেলেন অর্ধনগ্ন পোশাক। ডেনিমের সঙ্গে পরলেন ব্রা ও বুক কাটা টিশার্ট। না এটি ক্রপ টপ নয়। উরফি নিজেই টিশার্ট কেটে এই পোশাক বানিয়েছেন। তবে এখানেই শেষ নয়। ক্যামেরা দেখতেই দু'হাত তুলে দাঁড়িয়ে পরলেন নায়িকা। ব্যস ছবি পর ছবি। কিন্তু এই সময়েই ঘটল আর এক কাণ্ড।
advertisement
advertisement
হঠাৎ করেই উরফির থেকে সরে গেল পাপারাৎজিদের ক্যামেরা। সামনে এসে পড়লেন উরফির এক ভক্ত। মোবাইলে তুলতে থাকলেন ছবি। হুট করে ওই ভক্ত চলে আসায় একটু অস্বস্তিতে পড়ে যান নায়িকা। এই ভিডিও সামনে আসতেই শুরু হয় চর্চা। নেটিজেনরা লিখেছেন, এই সব পোশাকে রাস্তা ঘাটে বেরোবেন না আপনি। কেউ বলেছেন, বড় অঘটন ঘটতেও বেশি সময় লাগবে না। তবে সব কিছুর পরেও ভাইরাল উরফি জাভেদ।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Urfi Javed's Viral Video: অর্ন্তবাস পরে, দু'হাত তুলে বিমান বন্দরে দাঁড়িয়ে উরফি জাভেদ ! ঘটল অঘটন ! ভাইরাল ভিডিও
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement