Neetu Kapoor On Kapil Sharma Show: ঋষি কাপুরের সঙ্গে ৬ মাস কথা বলেননি নীতু কাপুর! কী এমন হয়েছিল? 

Last Updated:

Neetu Kapoor: কী এমন হয়েছিল ঋষি কাপুর ও নীতু কাপুরের মধ্যে!

#মুম্বই: দ্য কপিল শর্মা শো (The Kapil Sharma Show)-এর সম্প্রতি বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নীতু কাপুর (Neetu Kapoor ) বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন। সঙ্গে ছিলেন মেয়ে ঋদ্ধিমা কাপুর সাহানি (Riddhima Kapoor Sahni ) শো চলাকালীন শোয়ের হোস্ট কপিল শর্মার (Kapil Sharma) সঙ্গে মসকরা করতে দেখা গিয়েছে নিতু কাপুরকে। অভিনেত্রী কপিলকে জিজ্ঞেস করেছিলেন, কেনও এত তাড়াতাড়ি কপিলের কন্যা অনায়রা (Anayra) এবং পুত্র ত্রিশানের (Trishaan) জন্ম দিতে হল। তাঁর স্ত্রী গিন্নি ছত্রথকে (Ginni Chatrath) তো একটু 'বিশ্রাম' দেওয়া যেতে পারত। এই সবের মাঝে তিনি প্রয়াত স্বামী ঋষি কাপুরের (Rishi Kapoor) কথাও তুলে ধরেছেন।
নিতু কাপুর, কপিল শর্মাকে ঠিক যেই কথাগুলি বলেছিলেন, “আচ্ছা কপিল তোমার কি মনে হয় না তুমি খুব তাড়াতাড়ি দুটি বাচ্চার জন্ম দিয়েছো, একে বারে এক জনের জন্মের পরেই আর একজনের জন্ম দিয়েছো, তোমার স্ত্রীর তো এতে অনেক ধকল হয়েছে, তোমার উচিত ছিল একটু সময় নেওয়া। এতে তোমার স্ত্রীর একটু বিশ্রাম হত” এই কথাগুলি মজার ছলে বলে কপিলকে উত্যক্ত করেছিলেন নীতু কাপুর। এরপর কপিলও চুপ করে না থেকে মজার উত্তর দিয়েছিলেন।
advertisement
আরও পড়ুন- উদ্দাম নাচ! ছোট বোনের কোমরের গুঁতোয়ে হুমড়ি খেয়ে পড়লেন দিদি মালাইকা!
তিনি বলেন, “আসলে আমার মেয়ে অনায়রা জন্মানোর পরই করোনার প্রথম ঢেউ গোটা বিশ্বে আছড়ে পড়েছিল, এরপর ছেলে ত্রিশানের জন্ম হয় তখন আবার করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছিল। আবার তো শোনা যাচ্ছে তৃতীয় ঢেউ আসবে। এই সব শুনে বাড়িতে আমার বউ নানা কিছু ভাবছে”। এই কথা শোনার পরই শোয়ে উপস্থিত সকলে হাসতে শুরু করে দেন।
advertisement
advertisement
এরপর কপিল, নীতু কাপুরকে একটি প্রশ্ন করেন, যে যখনই তিনি অভিনেত্রীকে দেখেন তখনই নীতু কাপুর আগের থেকে বেশি ফিট থাকেন। কী সেই রহস্য? যার কারণে অভিনেত্রী এতটা ফিট রয়েছেন। অভিনেত্রী উত্তরে বলেন সুষম খাবার, রুটিন মেনে ডায়েট পালন করেই তিনি ফিট থাকেন। এমনকী স্বামী ঋষি কাপুরকেও তিনি রুটিন মেনে ডায়েটে থাকতে বলতেন, আর তিনি যদি সেটা না করতেন তাহলে মাসের পর মাস কথা পর্যন্ত বলতেন না। অনেক সময়ে সেটা ৬ মাস হয়ে গিয়েছে বলে তিনি জানান। এমন করে কিছু মাস কাটার পর ঋষি কাপুর ডায়েট শুরু করতেন। এরপর নিতু কথা বলা শুরু করলে আবার সব ভুলে ভুড়ি ভোজ শুরু করতেন।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Neetu Kapoor On Kapil Sharma Show: ঋষি কাপুরের সঙ্গে ৬ মাস কথা বলেননি নীতু কাপুর! কী এমন হয়েছিল? 
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement