Neetu Kapoor New Home: দাম ১৭ কোটি ৪০ লক্ষ! পুত্রবধূ আলিয়ার পর এ বার নতুন অ্যাপার্টমেন্ট কিনলেন শাশুড়ি নীতু
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Neetu Kapoor New Home: ৪ টি শয়নকক্ষের সেই অ্যাপার্টমেন্টের দাম নাকি পড়েছে ১৭ কোটি ৪০ লক্ষ টাকা
মুম্বই : আলিয়ার পর এ বার নতুন বাড়ি কিনলেন তাঁর শাশুড়ি। জানা গিয়েছে, বান্দ্রা কুরলা কমপ্লেক্সে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন নীতু কপূর। ৪ টি শয়নকক্ষের সেই অ্যাপার্টমেন্টের দাম নাকি পড়েছে ১৭ কোটি ৪০ লক্ষ টাকা। ১০ মে নাকি রেজিস্ট্রিও হয়ে গিয়েছে ঋষি ঘরনির নতুন বাড়ির। ৩৩৮৭ বর্গফুট আয়তনের ওই ফ্ল্যাটে পার্কিং এরিয়া তিনটি।
প্রসঙ্গত কিছু দিন আগেই শিরোনামে ছিল রণবীর এবং আলিয়ার নতুন বাড়ি কেনার খবর। মুম্বইয়ের বান্দ্রা ওয়েস্ট এলাকায় পালি হিলে নতুন অ্যাপার্টমেন্ট কিনেছেন তিনি৷ শোনা যাচ্ছে ২৪৯৭ বর্গফুট আয়তনের ওই ফ্ল্যাটের দাম প্রায় ৩৮ কোটি টাকা৷ তাঁর প্রযোজনা সংস্থা ইন্টারনাল সানশাইন প্রোডাকশন্সের নামে এই অ্যাপার্টমেন্ট কিনলেন মহেশকন্যা৷ মার্চ মাসের গোড়াতেই হয়ে গিয়েছে নতুন অ্যাপার্টমেন্টের রেজিস্ট্রেশন৷
advertisement
advertisement
অন্যদিকে রণবীর এবং আলিয়ার নির্মীয়মাণ বাংলোও রয়েছে পালি হিলেই৷ সেখানেই মেয়ে রাহাকে নিয়ে থাকার কথা রালিয়ার৷ তবে বাংলোর অন্দরসজ্জার কাজ এখনও সম্পূর্ণ হয়নি৷ জানা গিয়েছে আগামী বছরের শুরুতে নির্মীয়মাণ বাংলোর কাজ শেষ হবে৷- প্রসঙ্গত আলিয়ার আরও দু’টি ফ্ল্যাট ছিল জুহুতে৷ সম্প্রতি সেই দুটি ফ্ল্যাটই তিনি উপহার দিয়েছেন দিদি শাহিনকে৷ সেই দুটি অ্যাপার্টমেন্টের মূল্য প্রায় ৭ কোটি টাকা৷ আপাতত মা নীতু এবং কন্যা রাহাকে নিয়ে রালিয়া আছেন তাঁদের বাড়ি ‘বাস্তু’-তে৷ এই বাড়িতেই সাতপাকে বাঁধা পড়েন তাঁরা৷
advertisement
মেয়ের জন্মের পর ফের কাজে ফিরেছেন আলিয়া। সিওলে একটি ফ্যাশন শো-এ অংশ নেওয়ার পর সদ্য ফিরেছেন তিনি। এর পর তাঁকে দেখা যাবে ‘রকি অউর রানি কি প্রেম কহানি’-তে। রণবীর ব্যস্ত ‘অ্যানিম্যাল’-এর শ্যুটিঙে। কাজে ফিরেছেন নীতুও। গত বছর ‘যুগ যুগ জীয়ো’ ছবি দিয়ে কামব্যাক করেছেন তিনি। এছাড়া রিয়্যালিটি শো-এর মঞ্চেও তিনি নিয়মিত মুখ।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 20, 2023 7:02 PM IST