Alia Bhatt New Home: ৭ কোটির ফ্ল্যাট দিদি শাহিনকে উপহার, নিজের জন্যও ৩৮ কোটির অ্যাপার্টমেন্ট কিনলেন আলিয়া

Last Updated:

Alia Bhatt New Home: গত মাসের গোড়াতেই হয়ে গিয়েছে নতুন অ্যাপার্টমেন্টের রেজিস্ট্রেশন

মুম্বই : নতুন বাসভবন হচ্ছে আলিয়া ভাটের৷ মুম্বইয়ের বান্দ্রা ওয়েস্ট এলাকায় পালি হিলে নতুন অ্যাপার্টমেন্ট কিনলেন তিনি৷ শোনা যাচ্ছে ২৪৯৭ বর্গফুট আয়তনের ওই ফ্ল্যাটের দাম প্রায় ৩৮ কোটি টাকা৷ তাঁর প্রযোজনা সংস্থা ইন্টারনাল সানশাইন প্রোডাকশন্সের নামে এই অ্যাপার্টমেন্ট কিনলেন মহেশকন্যা৷ গত মাসের গোড়াতেই হয়ে গিয়েছে নতুন অ্যাপার্টমেন্টের রেজিস্ট্রেশন৷
অন্যদিকে রণবীর এবং আলিয়ার নির্মীয়মাণ বাংলোও রয়েছে পালি হিলেই৷ সেখানেই মেয়ে রাহাকে নিয়ে থাকার কথা রালিয়ার৷ তবে বাংলোর অন্দরসজ্জার কাজ এখনও সম্পূর্ণ হয়নি৷ জানা গিয়েছে আগামী বছরের শুরুতে নির্মীয়মাণ বাংলোর কাজ শেষ হবে৷
advertisement
প্রসঙ্গত আলিয়ার আরও দু’টি ফ্ল্যাট ছিল জুহুতে৷ সম্প্রতি সেই দুটি ফ্ল্যাটই তিনি উপহার দিয়েছেন দিদি শাহিনকে৷ সেই দুটি অ্যাপার্টনেন্টের মূল্য প্রায় ৭ কোটি টাকা৷
advertisement
আপাতত কন্যা রাহাকে নিয়ে রালিয়া আছেন তাঁদের বাড়ি ‘বাস্তু’-তে৷ এই বাড়িতেই সাতপাকে বাঁধা পড়েন তাঁরা৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Alia Bhatt New Home: ৭ কোটির ফ্ল্যাট দিদি শাহিনকে উপহার, নিজের জন্যও ৩৮ কোটির অ্যাপার্টমেন্ট কিনলেন আলিয়া
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement