Nawazuddin Siddiqui:লম্বা চুল, পরণে লেহঙ্গা, স্পষ্ট বক্ষযুগল...নওয়াজউদ্দিন সিদ্দিকি-র এ কী হল?

Last Updated:

পরনে সোনালী লেহেঙ্গা, স্পষ্ট বক্ষযুগল, কাঁধ পর্যন্ত লম্বা রেশমি চুল, মাথায় মুকুট...ব্যাকগ্রাউন্ডে বাজছে শ্রীদেবীর হাওয়া হাওয়াই গান... আলো ঝলমলে স্টেজে হেঁটে আসছেন তিনি

#মুম্বই: কী কাণ্ড, কী কাণ্ড! পরনে সোনালী লেহেঙ্গা, স্পষ্ট বক্ষযুগল, কাঁধ পর্যন্ত লম্বা রেশমি চুল, মাথায় মুকুট...ব্যাকগ্রাউন্ডে বাজছে শ্রীদেবীর হাওয়া হাওয়াই গান... আলো ঝলমলে স্টেজে হেঁটে আসছেন তিনি! নাহ, কোনও মহিলা মডেল নন, তিনি বলিটাউনের জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui)! বলি হল টা কী? কেন আচমকা মেয়ে সাজলেন নওয়াজ ?
সম্প্রতি বলিটাউনের 'ক্যুইন' কঙ্গনা রানাওয়াত তাঁর ইনস্টাগ্রামে নওয়াজের এই ছবি আর ভিডিও শেয়ার করেছেন! সেখান থেকেই জানা যায়, পরিচালক হিসাবে কঙ্গনার প্রথম ছবি ' টিকু ওয়েডস শেরু'-র (Tiku Weds Sheru) একটি দৃশ্যের জন্যই মেয়ে সেজেছেন 'গ্যাংস অফ ওয়াশিপুর'-এর ফয়জল! অভিনেতাকে এহেন অবতারে দেখে ফ্যানেদের চোখ কপালে!
advertisement
advertisement
সিনেমার ইউনিটের এক সদস্য জানান, নওয়াজ-কে মেয়ে সাজাতে পাক্কা ৪ ঘণ্টা লেগেছিল! এই সিকোয়েন্স-এ নায়িকা অবনীত কওরকে কিডন্যাপ করেছে দুষ্কৃতীরা। মেয়ে সেজে দুষ্কৃতীদের চোখে ধুলো দিয়ে নায়িকাকে বাঁচিয়ে আনবেন নওয়াজ। এখানেই চমকের শেষ নয়, সিনেমায় 'স্যাকরেড গেমস' তারকাকে সালসা নাচতেও দেখা যাবে। তিনি নাচবেন অন্য গানেও! ইদানীং নাচ নিয়ে খুব ব্যস্ত নায়ক, শট-এর মাঝখানেই চলছে নাচের মহড়া।
advertisement
অন্যদিকে, অবশেষে নিজের স্বপ্ন পূরণ করলেন নওয়াজ। মুম্বইয়ে তৈরি করলেন নিজের বাড়ি, যা তাঁর কাছে স্বপ্নের প্রাসাদের মতোই অমূল্য। নওয়াজউদ্দিন নিজের তৈরি বাড়ির নাম রেখেছেন, 'নবাব'(Nawazuddin Siddiqui gets a lavish bungalow Nawab)। দীর্ঘ সংগ্রামের পর নিজের জন্য এক অসাধারণ সুন্দর বাড়ি সৃষ্টি করেছেন নওয়াজউদ্দিন। বাড়িটি সম্পূর্ণ হতে প্রায় ৩ বছর সময় লেগেছে।
advertisement
বাড়ির কাঠামো দেখলে অনেকটাই গ্রামে তাঁর পুরনো বাড়ির মতো মনে হবে। আসলে নিজের গ্রামের টান ছাড়তে পারেন না বলেই সেই বাড়ি থেকে অনুপ্রাণিত হয়ে এই শহুরে বাড়িটি অভিনেতা নিজেই ডিজাইন করেছেন । বাড়ির নাম দেওয়ার সময় সবার মাথায় ঠিক কোন কোন খেয়াল আসে? নিশ্চয়ই স্বপ্ন পূরণের সঙ্গে স্বপ্নের যোগ থাকে, যেমনটা করেছেন শাহরুখ খান (Shah Rukh Khan), তাঁর বাংলোর নাম রেখেছেন 'মন্নত' কারণ এই ছিল তাঁর ব্রত। নওয়াজও একই কারণে তাঁর বাবার স্মরণে নিজের বাংলোর নাম রেখেছেন 'নবাব'।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Nawazuddin Siddiqui:লম্বা চুল, পরণে লেহঙ্গা, স্পষ্ট বক্ষযুগল...নওয়াজউদ্দিন সিদ্দিকি-র এ কী হল?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement