National Awards 2024: জাতীয় পুরস্কার ২ বাংলার ছবির ঝুলিতে! বলিউড-দক্ষিণে বাজিমাত কাদের, রইল তালিকা
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
National Awards 2024: বাংলা, বলিউড ছবির পাশাপাশি দক্ষিণী ছবিরও জয়জয়কার। কারা কোন পুরস্কার পেলেন দেখে নেওয়া যাক।
ঘোষিত হল ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম। অনীক দত্ত পরিচালিত ‘অপরাজিত’ কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘কাবেরি অন্তর্ধান’ ছবির হাত ধরে বাংলার ঝুলিতে এল একাধিক জাতীয় পুরস্কার। বলিউড ছবির পাশাপাশি দক্ষিণী ছবিরও জয়জয়কার। কারা কোন পুরস্কার পেলেন দেখে নেওয়া যাক।
সেরা অভিনেতা- ঋষভ শেট্টি (কান্তারা)
সেরা অভিনেত্রী- নিত্যা মেনন, মানসী পারেখ
advertisement
সেরা পরিচালরক- সুরদ বারজাতিয়া
সেরা বাংলা ছবি- কাবেরী অন্তর্ধান
সেরা হিন্দি ছবি- গুলমোহর
সেরা মেক আপ এবং প্রোডাকশন ডিজাইন- অপরাজিত
সেরা তথ্যচিত্র- মারমার্স অব দ্য জাঙ্গল
সেরা তেলুগু ছবি- কার্তিকে ২
সেরা তামিল ছবি- পোন্নিয়িন সেলভান ২
সেরা মারাঠি ছবি- ভালভি
advertisement
সেরা কন্নড় ছবি- কেজিএফ ২
সেরা সঙ্গীত পরিচালক- প্রীতম চক্রবর্তী
‘গুলমোহর’ ছবির জন্য বিশেষ সম্মান পেলেন মনোজ বাজপেয়ী। সেরা অ্যাকশন পরিচালনার জন্য পুরস্কার পেল কেজিএফ ২। সেরা অভিনেত্রী (পার্শ্বচরিত্র) হিসাবে পুরস্কৃত নীনা গুপ্তা। উঁচাই ছবির জন্য এই সম্মান পেলেন তিনি। সেরা প্লেব্যাক গায়ক অরিজিৎ সিং (ব্রহ্মাস্ত্র)।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 16, 2024 5:04 PM IST