corona virus btn
corona virus btn
Loading

হলিউড থেকে এল শোকবার্তা!‌ ইরফানের মৃত্যুতে শোকপ্রকাশ নাতালি, অ্যাঞ্জেলিনা জোলির

হলিউড থেকে এল শোকবার্তা!‌ ইরফানের মৃত্যুতে শোকপ্রকাশ নাতালি, অ্যাঞ্জেলিনা জোলির

মীরা নায়ারের ছবি ‘‌নিউ ইয়র্ক, আই লাভ ইউ’‌ ও মাইকেল ইউন্টারবটমের ‘‌আ মাইটি হার্ট’‌ ছবিতে যথাক্রমে নাতালি পোর্টম্যান ও অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে কাজ করেছিলেন ইরফান খান

  • Share this:

#‌মুম্বই:‌ প্রয়াত অভিনেতা ইরফান খানের মৃত্যুতে আসমুদ্র হিমাচল শোকে ভেঙে পড়েছে। শুধু ভারত নয়, বিশ্বের নানা প্রান্ত থেকে ইরফানের মৃত্যুতে শোকজ্ঞাপন করছেন সিনে জগতের মানুষেরা। মীরা নায়ারের ছবি ‘‌নিউ ইয়র্ক, আই লাভ ইউ’‌ ও মাইকেল ইউন্টারবটমের ‘‌আ মাইটি হার্ট’‌ ছবিতে যথাক্রমে নাতালি পোর্টম্যান ও অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে কাজ করেছিলেন ইরফান খান। তাঁরাই শোকবার্তা পাঠালেন ইরফান খানের মৃত্যুর খবর পেয়ে।

ইনস্টগ্রামে নাতালি পোর্টম্যান ইরফান খানের সঙ্গে ‘‌নিউ ইয়র্ক, আই লাভ ইউ’‌ ছবিতে কাজ করেছিলেন, তিনি লিখলেন ‘‌ইরফান খানের প্রিয়জনদের আমি ভালবাসা জানাই’‌। সঙ্গে শেয়ার করলেন একটি ছবি। যেখানে নাতালি কনে পোষাকে, আর ইরফান কেতাবী ব্রিটিশ পোষাকে।

শোকজ্ঞাপন করেছেন মাইকেল উইন্টারবটম পরিচালিত ছবি ‘আ মাইটি হার্ট’‌ ছবিতে ইরফানের সঙ্গে অভিনয় করা অ্যাঞ্জেলিনা জোলিও। তিনি একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘‌২০০৭ সালের এই ছবিতে ইরফানের পাশে অভিনয় করতে পেরে সত্যিই ভাল লেগেছে। একজন শিল্পী হিসাবে ইরফান তাঁর মাহাত্ম্যর জন্য মনে থেকে যাবেন। ওর এই স্বভাবের কারণেই ওর সঙ্গে যে কোনও দৃশ্যে অভিনয় করতে এত আনন্দ হত। আমার মনে আছে ওঁর একাগ্রতার কথা আর ওর ওই হাসিটা। আমি ভারত ও সারা পৃতিবীতে ছড়িয়ে থাকা ওঁর পরিবার, আত্মীয়, বন্ধু, গুনমুগ্ধ ভক্তদের সমবেদনা জানাই।’‌‌

First published: April 30, 2020, 4:20 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर