Samantha Ruth Prabhu-Vijay Deverakonda: ‘তোমার আর সামান্থার জুটি...’ প্রাক্তন বৌমাকে নিয়ে বিজয়কে এ কী বললেন নাগার্জুন!

Last Updated:

বিগ বস ৭ তেলেগুতে অতিথি হয়ে এসেছিলেন বিজয় দেবেরাকোন্ডা৷ সেখানেই বিজয়কে সামান্থার প্রাক্তন শ্বশুরমশাই নাগার্জুনের সঙ্গে কথা বলতে দেখা যায়৷ সামান্থাকে নিয়ে বিজয়কে প্রশ্নও করেন নাগার্জুন৷

তোমার আর সামান্থার জুটি... প্রাক্তন বৌমাকে নিয়ে বিজয়কে এ কী বললেন নাগার্জুন!
তোমার আর সামান্থার জুটি... প্রাক্তন বৌমাকে নিয়ে বিজয়কে এ কী বললেন নাগার্জুন!
বহুদিন আগেই ঘর ভেঙে গিয়েছে নাগার্জুন পুত্র চৈতন্য আক্কিনেনি এবং সামান্থা রুথ প্রভুর৷ অতীত ভুলে নিজেদের জীবনে ফের ব্যস্ত হয়ে পড়েছেন দুই দক্ষিণী তারকা৷ সম্প্রতি দক্ষিণের অন্য তারকা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে সামান্থার নতুন ছবি ‘কুশি’ মুক্তির অপেক্ষায়৷
ইতিমধ্যেই দুই তারকার অনস্ক্রিন এবং অফস্ক্রিন রসায়ন নিয়ে জোর চর্চা ইন্ডাস্ট্রির অন্দরে৷ তার মাঝেই বিগ বস ৭ তেলেগুতে অতিথি হয়ে এসেছিলেন বিজয় দেবেরাকোন্ডা৷ সেখানেই বিজয়কে সামান্থার প্রাক্তন শ্বশুরমশাই নাগার্জুনের সঙ্গে কথা বলতে দেখা যায়৷ সামান্থাকে নিয়ে বিজয়কে প্রশ্নও করেন নাগার্জুন৷
advertisement
নাগা-সামান্থার বিচ্ছেদের পর এই প্রথম নাগার্জুনের মুখে শোনা গেল প্রাক্তন বৌমার নাম৷ বিগ বসের অন্দর থেকে ছড়িয়ে পড়া এই ভিডিওতে হাসিমুখে কথা বলতে দেখা গেল নাগার্জুন এবং বিজয়কে৷ তেলুগুতে নাগার্জুন বিজয়কে জিজ্ঞেস করছেন ‘‘তোমার নায়িকা সামান্থা কোথায়?’’ বিজয় জানালেন সামান্থা প্রচারে আসেননি৷ এই মুহূর্তে সামান্থা তাঁর স্বাস্থ্যের দিকে নজর দিয়েছেন৷ ওই পর্বটি শ্যুটের সময় সামান্থা আমেরিকাতে ছিলেন৷
advertisement
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী নাগার্জুন বিজয় এবং সামান্থার প্রশংসাও করেন। নাগার্জুন বিজয়কে বলেন,‘‘ তুমি ভীষণ ভাল অভিনেতা। সামান্থাও খুব ভাল অভিনেত্রী। তোমাদের দুজনে জুটি দারুণ হবে।’’ নাগার্জুনের মুখে সামান্থার নাম শোনার পরেই ভাইরাল হয়ে যায় বিগ বসের এই ভিডিও৷
advertisement
প্রসঙ্গত সামন্থা এই মুহূর্তে বেশ কয়েক সপ্তাহ ধরেই আমেরিকায় পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছেন৷ নায়িকা মায়োসাইটিস নামে একটি বিরল রোগে আক্রান্ত৷ তাঁর আমেরিকা ভ্রমণের ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছেন সামান্থা৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Samantha Ruth Prabhu-Vijay Deverakonda: ‘তোমার আর সামান্থার জুটি...’ প্রাক্তন বৌমাকে নিয়ে বিজয়কে এ কী বললেন নাগার্জুন!
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement