Nachiketa Chakraborty: বিচ্ছেদ কি সুখের? চোখে মুখে বিরহ নচিকেতার, নিয়ে এলেন 'হ্যাপি ডিভোর্স'!
- Published by:Teesta Barman
Last Updated:
Nachiketa Chakraborty: বেশ দিন কয়েক ধরে এমনই ভাবে রহস্য রাখছিলেন সঙ্গীতশিল্পী। ফেসবুক জুড়ে সাড়া ফেলে দিয়েছিলেন তিনি। কিন্তু নচিকেতাকে যাঁরা চেনেন, তাঁরা ঠিক ধরতে পেরেছিলেন, এ নিশ্চয়ই কোনও গানের প্রচার।
কলকাতা: ‘যাঃ! অবশেষে ডিভোর্সটা হয়েই গেল।’ হঠাৎ একদিন বলে বসলেন নচিকেতা চক্রবর্তী। চারদিকে হইচই পড়ে গেল। কার ডিভোর্স, কেন ডিভোর্স? তার পর একদিন বললেন, ‘দুটো পার যদি এক হতে না চায়...’। সঙ্গে সাদা-কালো একটা ছবিও দিলেন। মনমরা হয়ে বসে রয়েছেন তিনি।
বেশ দিন কয়েক ধরে এমনই ভাবে রহস্য রাখছিলেন সঙ্গীতশিল্পী। ফেসবুক জুড়ে সাড়া ফেলে দিয়েছিলেন তিনি। কিন্তু নচিকেতাকে যাঁরা চেনেন, তাঁরা ঠিক ধরতে পেরেছিলেন, এ নিশ্চয়ই কোনও গানের প্রচার।
advertisement
advertisement
ঠিক তাই। নতুন গান নিয়ে আসছেন নচিকেতা। নাম, ‘হ্যাপি ডিভোর্স’। তাঁর বেশ কয়েকটি পোস্টারও শেয়ারক করেছেন গায়ক। তাতে নচিকেতার যে ছবিটি রয়েছে, তাতে তাঁর চোখে মুখে কান্না জমে আছে। হাত দিয়ে ঢাকা মুখ। হাতে নানা ধরনের চিহ্ন আঁকা।
নচিকেতা লিখলেন, ‘নচিকেতা চক্রবর্তী অফিসিয়াল ফেসবুক ও ইউটিউব থেকে মুক্তি পাবে ‘হ্যাপি ডিভোর্স’। দুপুর ১২টায়। ২৭ জানুয়ারি, শুক্রবার। আগুনপাখির প্রযোজনায়। কথা, সুর থেকে অ্যালবামের ভিডিও পরিকল্পনা, পরিচালনা, সবই নচিকেতার।’
advertisement
সঙ্গে যে পোস্টারটি দেওয়া, তাতে একটি কাপের ছবি। আর সেই কাপের উপর লেখা, ‘দ্য বেস্ট হাসব্যান্ড’, অর্থাৎ ‘সেরা স্বামী’। কিন্তু ‘হাসব্যান্ড’ শব্দটি কেটে দেওয়া হয়েছে। অর্থাৎ স্বামী-স্ত্রীর দ্বন্দ্ব-বিবাদ নিয়েই কি গান বাঁধলেন সঙ্গীতশিল্পী? উত্তর মিলবে আগামিকাল।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 26, 2023 5:39 PM IST