Nachiketa Chakraborty: 'একটা শো না করায় এত মিথ্যা রটনা', নচিকেতার অসুস্থতা নিয়ে ভুয়ো খবর, ক্ষুব্ধ পরিবার

Last Updated:

Nachiketa Chakraborty: নচিকেতার ভুয়ো অসুস্থতার খবরে ক্ষুব্ধ ধানসিড়ি। তিনি বলেন, "একটা শো না হওয়ায় এ রকম মিথ্যা খবর রটানো হচ্ছে। খুবই খারাপ লাগে। সোশ্যাল মিডিয়ায় বোধ হয় এই ধরনের ভুয়ো খবর খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে।"

নচিকেতা চক্রবর্তী
নচিকেতা চক্রবর্তী
কলকাতা: কয়েক দিন আগের কথা। নচিকেতা চক্রবর্তীর অসুস্থতার খবর ছ়ড়িয়ে পড়ে নেটমাধ্যমে। অনেকে দাবি করেন, গায়ক গুরুতর অসুস্থ।
রামপুরহাট উৎসবে একটি অনুষ্ঠানে নচিকেতার গান গাওয়ার কথা ছিল। কিন্তু গায়ক জানান, তিনি সেখানে গাইতে যেতে পারবেন না। এর পরেই তাঁর অসুস্থতার গুঞ্জনে ঘৃতাহুতি হয়। পুরো বিষয়টি নিয়ে অস্বস্তিতে নচিকেতা এবং তাঁর পরিবার।
advertisement
advertisement
নিউজ18 বাংলাকে নচিকেতার কন্যা ধানসিড়ি জানান, গায়ক সারভাইকাল স্পন্ডিলাইটিসে ভুগছেন। কিন্তু সেই সমস্যা গুরুতর নয়। তাঁর কথায়, "বাবার এই সমস্যাটা অনেক ধরেই রয়েছে। শীতে সেই সমস্যাটা আরও বেড়ে যায়। টানা শোয়ের পর বাবার একটু বিশ্রাম দরকার ছিল। "তাই সেই একটা দিন অনুষ্ঠান করেনি। আজ (বুধবার) আবার গিয়েছে হলদিয়ায় অনুষ্ঠান করতে।"
advertisement
নচিকেতার ভুয়ো অসুস্থতার খবরে ক্ষুব্ধ ধানসিড়ি। তিনি বলেন, "একটা শো না হওয়ায় এ রকম মিথ্যা খবর রটানো হচ্ছে। খুবই খারাপ লাগে। সোশ্যাল মিডিয়ায় বোধ হয় এই ধরনের ভুয়ো খবর খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। বিগত কয়েক দিনে অনেকেই বাবার খোঁজ নিয়েছেন। পুরো বিষয়টি নিয়ে আমরা খুব অস্বস্তিতে পড়েছি।"
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Nachiketa Chakraborty: 'একটা শো না করায় এত মিথ্যা রটনা', নচিকেতার অসুস্থতা নিয়ে ভুয়ো খবর, ক্ষুব্ধ পরিবার
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement