Naatu Naatu star Ram Charan becomes a father: ‘নাটু নাটু’ তারকার ঘরে নতুন অতিথি, বিয়ের ১১ বছর পর বাবা হলেন তারকা রামচরণ

Last Updated:

Naatu Naatu star Ram Charan becomes a father: রথযাত্রায় সুসংবাদ। বাবা হলেন অভিনেতা রামচরণ।

বাবা হলেন অভিনেতা রামচরণ
বাবা হলেন অভিনেতা রামচরণ
হায়দরাবাদ: রথযাত্রায় সুসংবাদ। বাবা হলেন অভিনেতা রামচরণ। মঙ্গলবার হায়দরাবাদের নামী বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন তারকার স্ত্রী উপাসনা। বিয়ের ১১ বছর পর রামচরণ এবং উপাসনার কোলে এল নতুন অতিথি। ‘আরআরআর’ ছবির নাটু নাটু’ গানের অস্কারজয়ের সুবাদে রামচরণ আজ চর্চিত বিশ্বের দরবারেও। তাঁর পিতৃত্ব লাভের সংবাদ জানানো হয় হাসাপাতালের তরফেই। একটি মেডিক্যাল বুলেটিন শেয়ার করে হাসপাতালের তরফে জানানো হয়, ‘‘২০ জুন ২০২৩ তারিখে হায়দরাবাদের জুবিলি হিলস অ্যাপোলো হাসপাতালে শ্রীমতী উপাসনা কামিনেনি কোনিডেলা এবং শ্রী রামচরণের কন্যাসন্তানের জন্ম হয়েছে। মা এবং সদ্যোজাত সুস্থ আছে।’’
রামচরণের বাবা তারকা অভিনেতা চিরঞ্জিবী গত বছর জানান তাঁর ছেলে এবং পুত্রবধূর কোলে নতুন অতিথি আসতে চলেছে। ট্যুইটারে তিনি পোস্ট করেন, ‘‘শ্রী হনুমানজীর আশীর্বাদে আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে উপাসনা ও রামচরণ তাঁদের প্রথম সন্তানকে পেতে চলেছেন।’’ চলতি বছর মাদার্স ডে-তে আসন্ন মাতৃত্ব নিয়ে পোস্ট করেন উপাসনা নিজেও। দাম্পত্যের ১১ বছর পর মা হওয়া নিয়ে তিনি বলেন যে সমাজ বা সংসারের চাপে নয়। তিনি সন্তানের মা হচ্ছেন সম্পূর্ণ নিজের ইচ্ছায়। তাঁর এই যাত্রাপথে শুভার্থীদের শুভেচ্ছাও জানান তিনি।
advertisement
advertisement
প্রসঙ্গত অস্কারের আসরে সম্পূর্ণ ভারতীয় সাজে নজর কেড়েছিলেন অন্তঃসত্ত্বা উপাসনা। তিনি এবং রামচরণ বেবিমুন কাটাতে গিয়েছিলেন আমেরিকায়। তবে তাঁরা যে কন্যাসন্তানের বাবা মা হতে চলেছেন, তার আভাস মিলেছিল রামচরণের কথায়। সংবাদমাধ্যমে ইংরেজিতে এক আলাপচারিতায় তিনি অনাগত সন্তানকে সম্বোধন করেছিলেন ‘হার’ (her) বলে। বলেছিলেন “My first Jaan is Upasana. My second Jaan is my pet dog Rhyme. And my 3rd Jaan is on her way”।
advertisement
তার পরই ছড়াতে থাকে জল্পনা। অবশেষে সেই কন্যাসন্তান এল রামচরণের ঘরে। অনুরাগীদের মনে ফের ‘নাটু নাটু’ উচ্ছ্বাস।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Naatu Naatu star Ram Charan becomes a father: ‘নাটু নাটু’ তারকার ঘরে নতুন অতিথি, বিয়ের ১১ বছর পর বাবা হলেন তারকা রামচরণ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement