Rakhi Sawant Husband Adil: ইরানের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ রাখির স্বামীর বিরুদ্ধে! মামলা দায়ের বিদেশিনীর

Last Updated:

Rakhi Sawant Husband Adil: এক ৩০ বছরের মহিলা ইরান থেকে ভারতে আসেন ফার্মাসি নিয়ে পড়াশোনা করতে। ২০১৮ সালের ঘটনা। আদিল তখন মাইসুরুতে একটি হোটেল চালাচ্ছিলেন।

রাখি-আদিল
রাখি-আদিল
মুম্বই: গত মঙ্গলবার গ্রেফতার হয়েছেন রাখি সাওয়ান্তের স্বামী আদিল খান দুরানি। অভিযোগ করেছিলেন রাখি নিজেই। স্বামীর বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা এবং শারীরিক অত্যাচারের অভিযোগ আনেন তিনি। তা ছাড়া রাখির দাবি, তাঁর মায়ের গয়না এবং ৪ লক্ষ নগদ নিয়ে চম্পট দিয়েছেন স্বামী। তার পরেই পুলিশের দ্বারস্থ হন রাখি। এরই মধ্যে নতুন এক অভিযোগ দায়ের হয়েছে আদিলের বিরুদ্ধে।
৩০ বছরের এক ইরানীয় ছাত্রীকে ধর্ষণের অভিযোগের ভিত্তিতে মাইসুরুতে মামলা দায়ের হয়েছে। পুলিশ সূত্রে খবর, রবিবারই নতুন এফআইআর দায়ের হয়েছে। এই মুহূর্তে রাখির করা অভিযোগের ভিত্তিতে বিচারবিভাগীয় হেফাজতে রাখা হয়েছে আদিলকে। এরপর নতুন মামলা নিয়ে তদন্ত শুরু করবে পুলিশ।
advertisement
advertisement
পুলিশ জানিয়েছে, যে অভিযোগ করা হয়েছে, তার বয়ানে লেখা, এক ৩০ বছরের মহিলা ইরান থেকে ভারতে আসেন ফার্মাসি নিয়ে পড়াশোনা করতে। ২০১৮ সালের ঘটনা। আদিল তখন মাইসুরুতে একটি হোটেল চালাচ্ছিলেন। তাঁদের বন্ধুত্ব হয়। প্রেম হয়। অভিযোগকারিনীর দাবি, আদিল তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দেন। তিন বছর ধরে যাদবগিরিতে একসঙ্গে থাকছিলেনও তাঁরা।
advertisement
অভিযোগ, পাঁচ মাস আগে ইরানীয় মহিলা আদিলকে বিয়ের জন্য জোরাজুরি করতে শুরু করেন। আদিল তাঁকে হুমকি দিতে থাকেন। মহিলাকে বলা হয়, যদি তিনি বিয়ে করতে জোর করেন, তবে তাঁর ব্যক্তিগত ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হবে। শুধু তা-ই নয়স ইরানে মহিলার বাবা-মায়ের কাছেও পাঠানো হবে। মহিলাকে যৌন হেনস্থা করেন আদিল, এমনও অভিযোগ করেছেন সেই ইরানীয় ছাত্রী।
advertisement
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, গত বছর ৩১ অগাস্ট আদিল নিজের ফোন থেকে সমস্ত ছবি মুছে দেন। কিন্তু আদিলকে ফোন করলেই আদিল হুমকি দিতেন, তাঁর চরম পরিণতি হতে পারে।
পুলিশ আধিকারিক জানান, ইরানের নাগরিক ১০ ফেব্রুয়ারি থানায় এসে আদিল খানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিষ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারা ৩৭৬ (ধর্ষণ), ৪১৭ (প্রতারণার জন্য শাস্তি), ৪২০ (প্রতারণা), ৫০৪ (ইচ্ছাকৃতভাবে অপমান), ৫০৬ (জীবনের হুমকি)-এর আওতায় একটি মামলা নথিভুক্ত করেছে।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rakhi Sawant Husband Adil: ইরানের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ রাখির স্বামীর বিরুদ্ধে! মামলা দায়ের বিদেশিনীর
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement