Rakhi Sawant: গয়না নিয়ে চম্পট! প্রেমিকার সঙ্গে হোটেলে স্বামীর ছবি, বুক চাপড়ে কান্না রাখির

Last Updated:

Rakhi Sawant: রাখির অভিযোগ, পেটে যেখানে রাখির অস্ত্রোপচার হয়েছে, সেখানে আদিল ঘুষি মেরেছেন তাঁকে। স্বামীর বিরুদ্ধে আর কী কী ভয়ানক অভিযোগ তুললেন রাখি?

রাখি-আদিল
রাখি-আদিল
কয়েক দিন আগেই নিজের মাকে হারিয়েছেন রাখি সাওয়ান্ত। এবার হাত ছাড়লেন তাঁর স্বামী আদিল খান দুরানি৷ কিন্তু এবার প্রতারণার শিকার হলেন বলি তারকা। সোশ্যাল মিডিয়া, গণমাধ্যমে এসে দাম্পত্যকলহ নিয়ে বলতে বলতে বুক চাপড়ে কান্না জুড়লেন রাখি৷ ঘোষণা করলেন বিবাহবিচ্ছেদ। আদিলের সঙ্গে আর ঘর করবেন না তিনি। আইনি পথে হাঁটবেন রাখি।
স্বামীর বিরুদ্ধে কী কী ভয়ানক অভিযোগ তুললেন রাখি?
advertisement
রাখির দাবি অনুযায়ী, অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আদিল। রাখির মায়ের মৃত্যুর দিনেও আদিল তাঁর স্ত্রীর কাঁধে হাত না রেখে অন্য মহিলার সঙ্গে হোটেলে রাত্রিযাপন করেছেন। রাখির দাবি, তাঁর কাছে সমস্ত ভিডিও এবং অডিও প্রমাণ রয়েছে।
advertisement
advertisement
শুধু তা-ই নয়, রাখির মায়ের গয়না এবং ৪ লক্ষ নগদ নিয়ে চম্পট দিয়েছেন স্বামী। মাত্র মাসকয়েক আগে বিয়ে হল তাঁদের, এরই মধ্যে বিচ্ছেদের ঘোষণা। প্রথম স্বামী রীতেশের সঙ্গেও সম্পর্ক টেকেনি বেশি দিন। সে বারও প্রাক্তন স্ত্রী দু'জনের মাঝে চলে এসেছিলেন। এবারও স্ত্রীকে ছেড়ে অন্য এক মহিলার কাছে চলে গেলেন আদিল। রাখি এই সমস্ত কথ্ব বলতে বলতে চিৎকার করে কাঁদতে লাগলেন।
advertisement
রাখির অভিযোগ, পেটে যেখানে রাখির অস্ত্রোপচার হয়েছে, সেখানে আদিল ঘুষি মেরেছেন তাঁকে। আদিলের অভিযোগ নস্যাৎ করে রাখি বললেন, 'ও যাই বলুক, আমি কোনও দিনও ওর গায়ে হাত তুলিনি। আদিল গাড়িতে বসে জানলায় মাথা ঠুকে নিজেকে আঘাত দিয়ে তার পর ভিডিও করে বলেছে যে আমি নাকি মেরেছি। সে সব মিথ্যে। যখন ও আমাকে মারতে এসেছে, আত্মরক্ষার খাতিরে ধাক্কা দিয়েছি কেবল। আমি নমাজ পরার সময়েও আমাকে মারধর করেছে! কে করে এরকম?"
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rakhi Sawant: গয়না নিয়ে চম্পট! প্রেমিকার সঙ্গে হোটেলে স্বামীর ছবি, বুক চাপড়ে কান্না রাখির
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement