Music Album: 'রামধনু'-র সাতরঙা গান গাইলেন 'পাণ্ডব গোয়েন্দা'র বিলু, প্রকাশ্যে এল পোস্টার

Last Updated:

Music Album: সাত রঙের রামধনুতে প্রেমের জায়গা করে নিয়েছে সমকামিতা

তৈরি হয়েছে মিউজিক ভিডিও 'রামধনু'
তৈরি হয়েছে মিউজিক ভিডিও 'রামধনু'
কলকাতা : যত মত তত পথ। প্রেম নিয়েও বৈষম্যের শেষ নেই। সম প্রেম, অসম প্রেম। পুরুষে পুরুষে প্রেম। নারীতে নারীতে প্রেম। যার থেকে মূলত সমকামিতা শব্দটির উৎপত্তি। দিন বদলেছে সমাজ বদলেছে। সমকামী, সমপ্রেমী মানুষরা তাদের ভালবাসার কথা এখন প্রকাশ্যে আনতে পেরেছে।
আজকের দিনে বই,শিল্প, নাটক, সিনেমা সর্বত্র সমকামিতা নিয়ে নতুন নতুন কাজ হচ্ছে। এরকমই আর ভাবনা থেকে তৈরি হয়েছে মিউজিক ভিডিও 'রামধনু'। সাত রঙের রামধনুতে প্রেমের জায়গা করে নিয়েছে সমকামিতা। এই অ্যালবামে মুখ্য চরিত্রে দেখতে পাওয়া যাচ্ছে টলিউডের পরিচিত মুখ  প্রান্তিক বন্দ্যোপাধ্যায়কে। সমকামী প্রেমের গল্পে অভিনেতা প্রান্তিক বন্দোপাধ্যায়। প্রকাশ্যে এল অফিসিয়াল পোস্টার। অন্যদিকে প্রথম গান গাইছেন অভিনেতা ঋষভ চক্রবর্তী। পরিচালনা করছেন পরিচালক অর্পণ বসাক। রামধনুর সাত রঙ এর ছোঁয়া থাকছে এই গল্পে। এছাড়া লিরিক্যাল হিপ হপের উপস্থাপনা থাকছে শিল্পী টাইজেন রোহানের।
advertisement
advertisement
আরও পড়ুন :  কথা রাখলেন বিজয় দেবরাকোন্ডা, নিজের খরচে ১০০ জন অনুরাগীকে মানালিতে ছুটি কাটাতে পাঠালেন
অন্যদিকে গানটি গাইছেন অভিনেতা ঋষভ চক্রবর্তী। "পান্ডব গোয়েন্দা" সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। কিন্তু এই প্রথম গান গাইছেন এই অভিনেতা। অন্যদিকে প্রান্তিকের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে উদয়শঙ্কর সামন্তকে।
advertisement
আরও পড়ুন :  দেশের সর্বকনিষ্ঠ অঙ্গদাতা! বাবাকে নিজের লিভারের একাংশ দান করে নজির কিশোরীর
গানটির সিনেম্যাটোগ্রাফি করছে অর্ণব গুহা। গানটির সুর ঋষভ চক্রবর্তী দিয়েছেন ও গীতিকার সমীরণ বাড়ুই। গানটির শ্যুটিং হয়েছে কলকাতা শহরে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Music Album: 'রামধনু'-র সাতরঙা গান গাইলেন 'পাণ্ডব গোয়েন্দা'র বিলু, প্রকাশ্যে এল পোস্টার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement