Vijay Deverakonda: কথা রাখলেন বিজয় দেবরাকোন্ডা, নিজের খরচে ১০০ জন অনুরাগীকে মানালিতে ছুটি কাটাতে পাঠালেন

Last Updated:

Vijay Deverakonda: এই সফরের সব ব্যয়ই বহন করবেন তিনি। মানালির পথে উড়ানে বসে তাঁর উচ্ছ্বসিত ভক্তদের ভিডিও শেয়ার করেছেন তারকা।

অনুরাগীদের কাছে দেওয়া প্রতিশ্রুতি রাখলেন বিজয় দেবরাকোন্ডা
অনুরাগীদের কাছে দেওয়া প্রতিশ্রুতি রাখলেন বিজয় দেবরাকোন্ডা
মুম্বই: অনুরাগীদের কাছে দেওয়া প্রতিশ্রুতি রাখলেন বিজয় দেবরাকোন্ডা। বিশেষ উপহারে তাঁর ১০০ জন ভক্তকে পাঠালেন মানালিতে ছুটি কাটাতে। এই সফরের সব ব্যয়ই বহন করবেন তিনি। মানালির পথে উড়ানে বসে তাঁর উচ্ছ্বসিত ভক্তদের ভিডিও শেয়ার করেছেন তারকা। সেখানে দেখা যাচ্ছে অভিনেতার নামে হর্ষধ্বনি করছেন অনুরাগীরা। ভিডিও শেয়ার করে বিজয় লেখেন ভক্তদের আনন্দোচ্ছ্বল মুখ দেখে তাঁর খুবই ভাল লাগছে।
গত বছর বড়দিনে নিজের বাছাই করা একশো ভক্তকে নিজের খরচে ঘুরতে পাঠাবেন বলে কথা দিয়েছিলেন বিজয়। তাঁর সেই প্রতিশ্রুতি পোস্টও করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। তার পর সোশ্যাল মিডিয়াতেই চলে জায়গা বাছাই পর্ব এবং ফর্ম ফিল আপ। সেখান থেকেই তাঁর একশো ভক্তকে বেছে নেন অভিনেতা। নিজের এই অঙ্গীকার-উদ্যোগের নাম বিজয় দিয়েছিলেন 'দেবরাসান্টা'।
advertisement
advertisement
advertisement
advertisement
গত পাঁচ বছর ধরে এভাবেই ভক্তদের ইচ্ছেপূরণ করছেন এই তারকা। তাঁর কীর্তিতে অভিভূত সোশ্যাল মিডিয়াও।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Vijay Deverakonda: কথা রাখলেন বিজয় দেবরাকোন্ডা, নিজের খরচে ১০০ জন অনুরাগীকে মানালিতে ছুটি কাটাতে পাঠালেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement