মুম্বই: অনুরাগীদের কাছে দেওয়া প্রতিশ্রুতি রাখলেন বিজয় দেবরাকোন্ডা। বিশেষ উপহারে তাঁর ১০০ জন ভক্তকে পাঠালেন মানালিতে ছুটি কাটাতে। এই সফরের সব ব্যয়ই বহন করবেন তিনি। মানালির পথে উড়ানে বসে তাঁর উচ্ছ্বসিত ভক্তদের ভিডিও শেয়ার করেছেন তারকা। সেখানে দেখা যাচ্ছে অভিনেতার নামে হর্ষধ্বনি করছেন অনুরাগীরা। ভিডিও শেয়ার করে বিজয় লেখেন ভক্তদের আনন্দোচ্ছ্বল মুখ দেখে তাঁর খুবই ভাল লাগছে।
গত বছর বড়দিনে নিজের বাছাই করা একশো ভক্তকে নিজের খরচে ঘুরতে পাঠাবেন বলে কথা দিয়েছিলেন বিজয়। তাঁর সেই প্রতিশ্রুতি পোস্টও করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। তার পর সোশ্যাল মিডিয়াতেই চলে জায়গা বাছাই পর্ব এবং ফর্ম ফিল আপ। সেখান থেকেই তাঁর একশো ভক্তকে বেছে নেন অভিনেতা। নিজের এই অঙ্গীকার-উদ্যোগের নাম বিজয় দিয়েছিলেন 'দেবরাসান্টা'।
And here are the 100 of you, randomly selected this year :)
Travel dates - February 17- 20. Will do a call group call and speak soon ❤️ pic.twitter.com/syOaRfvsXa — Vijay Deverakonda (@TheDeverakonda) February 2, 2023
আরও পড়ুন : পিছু ছাড়ছেই না, তুরস্কে ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে পাওয়া বিড়ালের নামকরণ করে দত্তকই নিলেন উদ্ধারকর্মী
Cutest ❤️ they sent me a video from their flight this morning.
And they are off on their holiday to the mountains! 100 from across the country, makes me so happy 🥰#Deverasanta2022 pic.twitter.com/BF4DX5PIyG — Vijay Deverakonda (@TheDeverakonda) February 17, 2023
গত পাঁচ বছর ধরে এভাবেই ভক্তদের ইচ্ছেপূরণ করছেন এই তারকা। তাঁর কীর্তিতে অভিভূত সোশ্যাল মিডিয়াও।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Vijay Deverakonda