হোম /খবর /দেশ /
দেশের সর্বকনিষ্ঠ অঙ্গদাতা! বাবাকে নিজের লিভারের একাংশ দান করে নজির কিশোরীর

Youngest Organ Donor of India: দেশের সর্বকনিষ্ঠ অঙ্গদাতা! বাবাকে নিজের লিভারের একাংশ দান করে নজির কিশোরীর

কেরল হাইকোর্টে গিয়ে বিশেষ অনুমতি আদায় করেছে এই কিশোরী

কেরল হাইকোর্টে গিয়ে বিশেষ অনুমতি আদায় করেছে এই কিশোরী

Youngest Organ Donor of India: আদালতের অনুমতি পাওয়ার পর গত ৯ ফেব্রুয়ারি নিজের লিভারে একাংশ দান করেছে দেবানন্দা

  • Share this:

ত্রিচূড় : নজির তৈরি করল কেরলের দ্বাদশ শ্রেণির পড়ুয়া দেবানন্দা। বাবার জন্য নিজের লিভারের একাংশ দান করেছে এই সপ্তদশী। দেশের মধ্যে সে এখন সর্বকনিষ্ঠ অঙ্গদাত্রী। নিজের বাবাকে সুস্থ করতে আদালতের দ্বারস্থ হতেও পিছপা হয়নি এই কিশোরী। দেশের আইন অনুযায়ী প্রাপ্তবয়স্ক বা ১৮ বছর বয়স না হলে অঙ্গদান করা যায় না। কিন্তু কেরল হাইকোর্টে গিয়ে বিশেষ অনুমতি আদায় করেছে এই কিশোরী। আদালতের অনুমতি পাওয়ার পর গত ৯ ফেব্রুয়ারি নিজের লিভারে একাংশ দান করেছে দেবানন্দা। যাতে লিভারের জটিল অসুখে আক্রান্ত তার বাবা প্রতীশ সুস্থ হয়ে ওঠেন।

৪৮ বছর বয়সি প্রতীশ কেরলের ত্রিচূড়ে একটি ক্যাফে চালান। তাঁকে সুস্থ করে তোলার জন্য নিজেকে প্রস্তুত করতে নিজের খাওয়াদাওয়ায় প্রচুর পরিবর্তন এনেছে দেবানন্দা। জিমে গিয়েও শরীরচর্চা করেছেন। অ্যালুভায় রায়গঞ্জ হাসপাতালে করা হয় অস্ত্রোপচার।

কিশোরী দেবানন্দার কৃতিত্বকে কুর্নিশ জানাতে অস্ত্রোপচারের সব খরচ মকুব করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এক সপ্তাহ পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে দেবানন্দা। জানিয়েছে তার এখন গর্বিত, সন্তুষ্ট এবং চাপমুক্ত লাগছে।

আরও পড়ুন : পিছু ছাড়ছেই না, তুরস্কে ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে পাওয়া বিড়ালের নামকরণ করে দত্তকই নিলেন উদ্ধারকর্মী

প্রতীশের জীবন রাতারাতি পাল্টে যায় তাঁর লিভারের অসুখ ধরা পড়ার পর। ডাক্তাররা আশঙ্কা করেন ক্যানসারের সম্ভাবনারও। উপযুক্ত দাতার অভাবে দেবানন্দা ঠিক করে, সে-ই দান করবে লিভারের একাংশ।

আরও পড়ুন :  প্রেমদিবসে রেস্তরাঁয় খাচ্ছে প্রেমিক জুটি, আচমকাই হাজির প্রবীণা, চলল চটি দিয়ে বেদম মার, দেখুন ভাইরাল ভিডিও

কিন্তু আইন অনুযায়ী তার বয়স অঙ্গদানের উপযুক্ত ছিল না। কিন্তু স্কুলপড়ুয়া চেষ্টার কোনও ত্রুটি রাখতে চায়নি। কেরল হাইকোর্ট থেকে বিশেষ অনুমতি পায় সে। তার পর দেবানন্দার ইচ্ছেপূরণের পথে আর কোনও বাধা ছিল না।

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Keral, Organ Donation