ব্রেন ক্যান্সারে ভুগছিলেন, ছেলেবেলা বাংলায় কাটানো অভিনেত্রীর দলজিতের লড়াই শেষ

Last Updated:

প্রয়াত অভিনেত্রীর বাংলার সঙ্গেও যোগ রয়েছে৷  ছোটবেলা কেটেছে শিলিগুড়িতে ৷

 Movie actress Daljeet Kaur Khangura Punjabi film industry Hema Malini dies at 69- Photo- File
Movie actress Daljeet Kaur Khangura Punjabi film industry Hema Malini dies at 69- Photo- File
#অমৃতসর: প্রয়াত পাঞ্জাবি প্রবীণ অভিনেত্রী দলজিৎ কউর। বৃহস্পতিবার সকালে ৬৯ বছর বয়সী এই অভিনেত্রী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রির পাশাপাশি বলিউডেও কাজ করেছেন সুন্দরী এই অভিনেত্রী৷ তাঁকে পঞ্জাবের হেমা মালিনী বলা হত৷
অভিনেত্রী দলজিৎ কউর গত তিন বছর ধরে ব্রেন টিউমারে ভুগছিলেন এবং গত এক বছর ধরে কোমায় ছিলেন। অভিনেত্রী ১০ টিরও বেশি হিন্দি এবং ৭০ টি-রও বেশি পঞ্জাবি ছবিতে কাজ করেছেন। দিল্লির লেডি শ্রী রাম কলেজ থেকে স্নাতক হওয়ার পর, দলজিৎ পুনে ফিল্ম ইনস্টিটিউটে যোগ দেন এবং সেই কলেজের আরেক ছাত্র বিধু বিনোদ চোপড়া পরিচালিত একটি শর্ট ফিল্ম বোঙ্গাতে অভিনয় দিয়ে শুরু করেন৷
advertisement
advertisement
প্রয়াত অভিনেত্রীর বাংলার সঙ্গেও যোগ রয়েছে৷  ছোটবেলা কেটেছে শিলিগুড়িতে ৷ দলজিৎ একাধিক গুণের অধিকারী৷  একজন জাতীয় হকি এবং কাবাডি খেলোয়াড়ও ছিলেন।
advertisement
অভিনেত্রীর মৃত্যুর খবরটি পরিবার নিশ্চিত করেছেন৷ পরিবারের পক্ষ থেকে জানানো হয়  যে দলজিৎ তাঁর নিজের বাড়িতেই মারা গেছেন। অভিনেত্রীর মৃত্যুতে শোকাহত তার পরিবারের সদস্যরা।
একই সঙ্গে পঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, অভিনেত্রীর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। ১৭ নভেম্বর দুপুর ১ টায়  আবাদি অকালগড়ের শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
advertisement
পঞ্জাবের সুন্দরী অভিনেত্রী দলজিৎ কউর দিল্লির লেডি শ্রী রাম কলেজ থেকে স্নাতক শেষ করার পরে ১৯৭৬ সালে 'দাজ' ফিল্ম দিয়ে তার কেরিয়ার শুরু করেছিলেন। কউর একাধিক সুপারহিট সিনেমা যেমন 'পুত জট্টা দে' (১৯৮৩), 'মামলা গড়বড় হ্যায়' (১৯৮৩), 'কি বানু দুনিয়া দা' (১৯৮৬), 'পাটোলা' (১৯৮৮) এবং 'সাইদা জোগান' (১৯৮৮) সহ বেশ কয়েকটি হিট ছবিতে অভিনয় করেছিলেন৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
ব্রেন ক্যান্সারে ভুগছিলেন, ছেলেবেলা বাংলায় কাটানো অভিনেত্রীর দলজিতের লড়াই শেষ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement